চট্টগ্রাম বন্দরে নিয়ন্ত্রণ কক্ষ চালু, পাঠানো হলো ত্রাণ
২২ আগস্ট ২০২৪ ২১:৫৬ | আপডেট: ২২ আগস্ট ২০২৪ ২৩:৩৮
চট্টগ্রাম ব্যুরো: বন্যাদুর্গত এলাকায় পাঁচ হাজার পরিবারের জন্য জরুরিভিত্তিতে ত্রাণ সহায়তা পাঠিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্যা মোকাবিলায় বন্দরে খোলা হয়েছে সার্বক্ষণিক একটি নিয়ন্ত্রণ কক্ষ।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক সারাবাংলাকে এ তথ্য জানিয়েছেন।
সচিব জানান, বন্যা উপদ্রুত অঞ্চলে বিতরণের জন্য ত্রাণ সামগ্রীগুলো নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। ত্রাণ সহায়তা ও উদ্ধারকাজে অংশ নেওয়ার জন্য বন্দরের একটি বোট প্রস্তুত রাখা হয়েছে। বন্যাদুর্গত এলাকায় যে কোনো মুহূর্তে বোটটি পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
এদিকে চট্টগ্রাম বন্দরের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন মো. ফরিদুল আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বন্যা পরিস্থিতি মোকাবেলায় চট্টগ্রাম বন্দরে একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। জরুরি প্রয়োজনে রেডিও কন্ট্রোলের সঙ্গে ভিএইএফ চ্যানেল— ১৬/১২ অথবা ৮৮০-২৩-৩৩৩২৬৯১৬ ও ০১৭৫৯০৫৪২৭৭ নম্বরে যোগাযোগের জন্য বলা হয়েছে।
সারাবাংলা/আরডি/টিআর