Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সচেতনভাবেই ডম্বুর বাঁধের গেট খুলে দেওয়া হয়েছে: রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৪ ২১:৪৮ | আপডেট: ২২ আগস্ট ২০২৪ ২২:৫৫

ফাইল ছবি

ঢাকা: উদ্দেশ্যপ্রণোদিত ও সচেতনভাবেই ডম্বুর বাঁধের গেট খুলে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যায় নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘ভারতের ত্রিপুরার ধলাই জেলার গোমতি নদীর ওপর থাকা ডম্বুর বাঁধের গেট খুলে দেওয়ার কারণে বাংলাদেশের পূর্বাঞ্চলের সীমান্তবর্তী জেলাগুলোতে বন্যা দেখা দিয়েছে। মানুষের মনে ব্যাপক উৎকণ্ঠা। অভিন্ন নদীর পানিপ্রবাহে প্রতিবেশী দেশ নিজেদের সুবিধা অনুযায়ী পানি নিয়ন্ত্রণ করতে গিয়ে পাশ্ববর্তী দেশের স্বার্থকে বিপন্ন করছে।’

তিনি বলেন, ‘কেন জানি ভারত বাংলাদেশের মানুষ, তাদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য জীবন যাপনের প্রতি উদাসীন। বাংলাদেশের মানুষের বাঁচা মরাকে তারা কখনোই আমলে নেয় না। উদ্দেশ্য-সচেতনভাবেই ডম্বুর বাঁধের গেট খুলে দেওয়া হয়েছে বলে বাংলাদেশের মানুষ মনে করে। বাংলাদেশ প্রশ্নে ভারত কখনোই ন্যায়নীতির নির্দেশ গ্রাহ্য করেনি।’

রিজভী বলেন, ‘উজানের পানিতে দেশের পূর্বাঞ্চলের প্রায় ৯ জেলার বিস্তীর্ণ এলাকার জায়গা জমি, শত শত গ্রাম ও সড়ক তলিয়ে গেছে। জনজীবন বিপর্যস্ত, লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। প্রায় দুই লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। গবাদি পশু, ফসল ইত্যাদি পানিতে ভেসে গেছে।’

তিনি বলেন, ‘ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ি, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, লক্ষীপুর, নোয়াখালী, চট্টগ্রাম পানির নিচে। শুকনো খাবার, খাবার পানি ও প্রয়োজনীয় ওষুধের অভাব এবং বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে মানুষের জীবনকে ভয়াবহ বিপন্ন করে তুলছে। জেলা শহরের সঙ্গে বিভিন্ন এলাকার যোগাযোগব্যবস্থা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এরই মধ্যে বন্যায় দুজনের মৃত্যুসহ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০ লাখের কাছাকাছি মানুষ।’

বিজ্ঞাপন

রিজভী বলেন, ‘প্রতি মুহূর্তে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার সংবাদ পাওয়া যাচ্ছে। পাহাড়ি ঢলের পানি অধিকাংশ শহরের নিম্নাঞ্চল সম্পূর্ণরূপে প্লাবিত হয়ে পড়েছে। পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র না থাকায় মানুষ অসহায় হয়ে পড়েছে। এই মুহূর্তে বন্যা আক্রান্ত জেলাগুলিতে ত্রাণ বিতরণ আরও বেশি জোরদার করতে হবে। বন্যাদুর্গত মানুষকে দ্রুত নিরাপদস্থলে পৌঁছাতে সরকারসহ সব স্বেচ্ছাসেবী সংগঠনকে উদ্ধার কাজের জন্য নেমে পড়তে হবে। এবারের বন্যা আড়াই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ।’

সারাবাংলা/এজেড/টিআর

টপ নিউজ ডম্বুর বাঁধ বন্যা রুহুল কবির রিজভী

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর