Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্যার্তদের পাশে দাঁড়াতে তারেক রহমানের আহ্বান

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৪ ২১:০৯ | আপডেট: ২৩ আগস্ট ২০২৪ ০২:০২

তারেক রহমান। ছবি: ফেসবুক থেকে

ঢাকা: বন্যার্তদের পাশে দাঁড়াতে অন্তর্বর্তীকালীন সরকার ও দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ফেসবুক পেজে এক পোস্টে এ আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের পূর্ব ও দক্ষিণপূর্বাঞ্চল ভয়াবহ বন্যায় বিপর্যস্ত। হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বন্যাদুর্গত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সরকারকে আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি আশ্রয়হীনদের আশ্রয়, খাবারসহ অন্যান্য আনুষঙ্গিক সহায়তা দিতে। বিপদের এই সময়ে আমাদের অবশ্যই একে অপরের পাশে থাকতে হবে।’

বিজ্ঞাপন

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের আট জেলা বন্যাকবলিত হয়েছে। বন্যা আরও বিস্তৃত হতে পারে। এরই মধ্যে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, খাগড়াছড়ি, হবিগঞ্জ, মৌলভীবাজারসহ বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ডুবে গেছে। বাড়িঘর প্লাবিত হয়ে চরম দুর্ভোগে পড়েছেন লাখো মানুষ।

মঙ্গলবার রাত থেকে পাহাড়ি ঢলে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়ে যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এমন অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছেন এসব জেলার মানুষ।

এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ত্রাণ তৎপরতা শুরু করেছে। অবস্থার ভয়াবহতা বিবেচনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সব শ্রেণিপেশার মানুষ বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছে।

সারাবাংলা/এজেড/টিআর

তারেক রহমান বন্যা বন্যার্তদের সহায়তা বিএনপি

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর