Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বন্যায় কর্তব্যে অবহেলা হলে কঠোর ব্যবস্থা’

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৪ ২০:৫৭ | আপডেট: ২২ আগস্ট ২০২৪ ২৩:৩৮

বন্যা ছড়িয়েছে আট জেলায়, পানিবন্দি হয়েছে প্রায় ৩০ লাখ মানুষ। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বারমাসিয়া গ্রামে বৃহস্পতিবারের চিত্র। ছবি: শ্যামল নন্দী/ সারাবাংলা

ঢাকা: বন্যায় বিপদগ্রস্ত জনগণকে সর্বোচ্চ সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা দিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান।

তিনি বলেন, আশ্রয় শিবিরে প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতে হবে। বন্যায় মানুষের দুর্ভোগ প্রশমনে কোনো অবহেলা দেখ গেলে বা কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ হলে তদন্তসাপেক্ষে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) পানিসম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বন্যা মোকাবিলায় জরুরি প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

আরও পড়ুন- বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্য অধিদফতরের ৮ নির্দেশনা

পানিসম্পদ সচিব বলেন, বন্যাদুর্গত জনগণকে উদ্ধারে পর্যাপ্ত নৌ যানের ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে নৌ যান ভাড়া করতে হবে। তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে। স্থানীয় পর্যায়ের মানুষের পরামর্শ অনুযায়ী সার্বক্ষণিক কাজ করতে হবে।

মাঠপর্যায়ের বন্যা কবলিত এলাকার নির্বাহী প্রকৌশলীদের কাছে বন্যার সার্বিক পরিস্থিতির খোঁজ-খবর নেন সচিব। সবাইকে বন্যা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন। শিক্ষার্থী, সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার জন্য পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন দফতরগুলোর কর্মকর্তাদের নির্দেশনা দেন সচিব।

সভায় পানিসম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বন্যা কবলিত এলাকার কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

সারাবাংলা/জেআর/টিআর

টপ নিউজ পানিসম্পদ মন্ত্রণালয় বন্যাকবলিত এলাকা বন্যার্তদের সহায়তা

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর