Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে চলন্ত ট্রাকের ওপর গাছ পড়ে মাছ ব্যবসায়ী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৪ ১৮:৪৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের লোহাগাড়ায় চলন্ত ট্রাকের ওপর গাছের ডাল ভেঙে পড়ে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার পদুয়া নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম মিজানুর রহমান (৪০)। তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বদরখালীর হাঁস পাড়া এলাকার বাসিন্দা। আহতরা হলেন- মো. রুবেল (৩৮), নজরুল ইসলাম (২৮), বাপ্পী (২৬), মুহাম্মদ হানিফ (৩৪), মো. আলভী (২২) ও মো. ওসমান (৪৫)।

বিজ্ঞাপন

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম সারাবাংলাকে জানান, মিজান চকরিয়া থেকে মাছ নিয়ে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। বৃহস্পতিবার মাছ নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে লোহাগাড়ার পদুয়া এলাকায় চলন্ত ট্রাকের ওপর গাছ ভেঙে পড়লে মিজান ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চার জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খাঁন মুহাম্মদ ইরফান সারাবাংলাকে বলেন, ‘ঘটনার খবর পেয়েই আমরা সেখানে গিয়েছিলাম। একজন নিহত হওয়ার খবর পেয়েছি। কিন্তু আমরা যাওয়ার আগেই তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে লোহাগাড়া থানার ওসিকে কল দিয়ে বিষয়টি অবহিত করি।’

সারাবাংলা/আইসি/পিটিএম

নিহত মাছ ব্যবসায়ী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর