ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষের পদত্যাগ
স্টাফ করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৪ ১৭:৪৪ | আপডেট: ২২ আগস্ট ২০২৪ ১৯:২২
২২ আগস্ট ২০২৪ ১৭:৪৪ | আপডেট: ২২ আগস্ট ২০২৪ ১৯:২২
ঢাকা: ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. শফিকুল আলম চৌধুরী ও উপাধ্যক্ষ ডা. দেবেশ চন্দ্র তালুকদার নিজ নিজ দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে পৃথক দুটি পদত্যাগপত্রে তারা দায়িত্ব থেকে অব্যাহতি নেন।
শফিকুল আলমের পদত্যাগপত্রে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সরাসরিভাবে অবস্থান করে ছাত্র-জনতার কাছে নিজের আস্থা হারিয়ে আমি আমার অধ্যক্ষ পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি।
তবে একটি সূত্রে জানা যায়, কলেজের শিক্ষার্থীদের তোপের মুখে তারা পদত্যাগ করতে বাধ্য হন।
এর আগে, ১০ আগস্ট একাডেমিক কাউন্সিলের বৈঠকে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস ও হলে সবধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়।
সারাবাংলা/এসএসআর/পিটিএম