Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের শীর্ষ ৫ ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব

সিনিয়র করেসন্ডেন্ট
২২ আগস্ট ২০২৪ ১৭:৩১

ঢাকা: দেশের শীর্ষ পাঁচ শিল্পগোষ্ঠীর কর ফাঁকি অনুসন্ধানে তদন্ত শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রতিষ্ঠানটির সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) এরই মধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) এনবিআর সূত্রে এ তথ্য জানা যায়।

কর ফাঁকি অনুসন্ধানের ধারবাহিকতায় বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম ও তাদের প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব করা হয়েছে।

বিজ্ঞাপন

এনবিআরর এক চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন পন্থায় বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনকারী সন্দেহভাজন প্রতিষ্ঠানের বিরুদ্ধে কর ফাঁকির বিশেষ অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)। সিআইসি বর্তমান সময়ে প্রকাশিত বিভিন্ন সংবাদ পর্যালোচনা ও সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে সম্ভাব্য কর ফাঁকিবাজদের তালিকা সম্পন্ন করেছে।

পর্যায়ক্রমে ওইসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আয়কর আইন, ২০২৩ ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর অধীনে কার্যক্রম পরিচালনার মাধ্যমে ফাঁকি দেওয়া কর উদ্ধারের পাশাপাশি শাস্তিমূলক কার্যক্রম নেওয়া হবে।

এরই ধারাবাহিকতায় দেশের শীর্ষ পাঁচ শিল্পগোষ্ঠী এবং এদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের আয়কর ফাঁকির তথ্য অনুসন্ধান বা উদঘাটনে এনবিআর’র সিআইসি কাজ শুরু করেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ, সঞ্চয় অধিদফতরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে চিঠি পাঠানো হয়েছে। সিআইসি পরিচালিত এ বিশেষ অনুসন্ধান কার্যক্রম অব্যাহত থাকবে বলে চিঠিতে জানানো হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

তলব ব্যাংক হিসাব শীর্ষ ৫ ব্যবসায়ী

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর