Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাকিল-রিজওয়ানের জোড়া সেঞ্চুরিতে রানের চাপায় পিষ্ট বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২২ আগস্ট ২০২৪ ১৬:০০ | আপডেট: ২২ আগস্ট ২০২৪ ১৯:২৫

দ্বিতীয় দিনের প্রথম সেশনে পাকিস্তানের একটি উইকেটও তুলে নিতে পারেনি বাংলাদেশের বোলাররা। রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় সেশনেও দাপট দেখালেন রিজওয়ান-শাকিল জুটি। এই দুই ব্যাটারের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশকে রানের চাপায় পিষ্ট করছে পাকিস্তান। চা বিরতিতে যাওয়ার ঠিক আগে অবশ্য ১৪১ রান করা শাকিলকে ফিরিয়েছেন মিরাজ। বিরতিতে যাওয়ার আগে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ৩৬৭ রান। রিজওয়ান অপরাজিত আছেন রানে ১৩৪, আঘা সালমান ক্রিজে আছেন ৭ রানে।

বিজ্ঞাপন

প্রথম সেশনে কোন উইকেট না হারিয়েই দারুণভাবেই দিনের শুরু করেছিল পাকিস্তান। লাঞ্চের পরেও পাকিস্তানের দুই ব্যাটারকে থামাতে পারেননি বাংলাদেশের বোলাররা। সেঞ্চুরির অপেক্ষায় থাকা রিজওয়ান-শাকিল দুজনেই তুলে নিয়েছেন সেঞ্চুরি। টেস্টে নিজের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন রিজওয়ান। শাকিলও পেয়েছেন নিজের তৃতীয় সেঞ্চুরি।

শাকিল-রিজওয়ান জুটি পেরিয়েছে ২০০ রান। দলের রানও পেরিয়েছে ৩৫০। চা বিরতির ঠিক আগে জুটি ভাঙ্গেন মিরাজ। শাকিলকে লিটন স্ট্যাম্পিং করে বাংলাদেশকে স্বস্তির উইকেট এনে দিয়েছেন তিনি। ১৪১ রান করে প্যাভিলিয়নে ফেরেন শাকিল। শাকিল ফিরলে ভাঙে ২৪০ রানের জুটি। শাকিল ফিরলেও ক্রিজে টিকে আছেন রিজওয়ান ও সালমান।

দিনের শুরুতে বাংলাদেশি বোলারদের উপরে চড়াও ছিলেন দুই পাকিস্তানি ব্যাটার। বিশেষ করে রিজওয়ান খেলেছেন দারুণ আক্রমণাত্মক ভঙ্গিতে। নাহিদ-হাসানদের উপরে চড়াও হয়ে রানের গতি বাড়িয়েছেন দুইজন। হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন রিজওয়ান।

শাকিল-রিজওয়াল দুজনেই পৌঁছে গেছেন সেঞ্চুরির দ্বারপ্রান্তে। দুজনেই আছেন ৮০ এর ঘরে। এই সেশনে রান উঠেছে ৯৮। রিজওয়ান-শাকিলের জুটি পেরিয়েছে ১০০, দুজন মিলে এখন পর্যন্ত করেছেন ১৪২ রান।

সকাল থেকে কয়েকবার বোলিংয়ে পরিবর্তন এনেও সাফল্য পাননি শান্ত। দুই প্রান্ত থেকেই রান দিয়েছেন বাংলাদেশের বোলাররা। বিশেষ করে নাহিদ ছিলেন বেশ খরুচে। ১৫ ওভারে নাহিদ দিয়েছেন ৮০ রান। সাকিব-মিরাজের স্পিনেও আজ সকালে কোন আশার আলো দেখতে পায়নি বাংলাদেশ।

 

সারাবাংলা/এফএম

টপ নিউজ বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর