শাকিল-রিজওয়ানে বাংলাদেশের হতাশার সকাল
২২ আগস্ট ২০২৪ ১৩:০৫ | আপডেট: ২২ আগস্ট ২০২৪ ১৩:২১
প্রথম টেস্টের প্রথম দিনে পাকিস্তানের ৪ উইকেট তুলে নিয়ে খানিকটা স্বস্তি নিয়েই মাঠ ছেড়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় দিনের প্রথম সেশনে সেই স্বস্তিটা আর নেই শান্তদের। রাওয়ালপিন্ডিতে টেস্টের দ্বিতীয় দিনের সকালে ছিল পাকিস্তানের দুই ব্যাটার মোহাম্মদ রিজওয়াল ও সউদ শাকিলের দাপট। এই দুই ব্যাটারের শতরানের দুর্দান্ত এক জুটিতে কোন উইকেট না হারিয়েই লাঞ্চে গিয়েছে পাকিস্তান। লাঞ্চ পর্যন্ত পাকিস্তানের স্কোর ৪ উইকেটে ২৫৬ রান। শাকিল অপরাজিত আছেন ৮৬ রানে, রিজওয়ান অপরাজিত আছেন ৮৯ রানে।
প্রথম সেশনের শুরু থেকেই বাংলাদেশি বোলারদের উপরে চড়াও ছিলেন দুই পাকিস্তানি ব্যাটার। বিশেষ করে রিজওয়ান খেলেছেন দারুণ আক্রমণাত্মক ভঙ্গিতে। নাহিদ-হাসানদের উপরে চড়াও হয়ে রানের গতি বাড়িয়েছেন দুইজন। হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন রিজওয়ান।
শাকিল-রিজওয়াল দুজনেই পৌঁছে গেছেন সেঞ্চুরির দ্বারপ্রান্তে। দুজনেই আছেন ৮০ এর ঘরে। এই সেশনে রান উঠেছে ৯৮। রিজওয়ান-শাকিলের জুটি পেরিয়েছে ১০০, দুজন মিলে এখন পর্যন্ত করেছেন ১৪২ রান।
সকাল থেকে কয়েকবার বোলিংয়ে পরিবর্তন এনেও সাফল্য পাননি শান্ত। দুই প্রান্ত থেকেই রান দিয়েছেন বাংলাদেশের বোলাররা। বিশেষ করে নাহিদ ছিলেন বেশ খরুচে। ১৫ ওভারে নাহিদ দিয়েছেন ৮০ রান। সাকিব-মিরাজের স্পিনেও আজ কোন আশার আলো দেখতে পায়নি বাংলাদেশ।
সারাবাংলা/এফএম