রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কে পাহাড় ধস, এখনো বিচ্ছিন্ন খাগড়াছড়ি
২২ আগস্ট ২০২৪ ১২:৩৫ | আপডেট: ২২ আগস্ট ২০২৪ ১৭:০৩
রাঙ্গামাটি: টানা ভারী বৃষ্টিতে রাঙ্গামাটি-চট্টগ্রাম জাতীয় মহাসড়কে পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়েছে। পরে রাঙ্গামাটি সড়ক বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সড়ক থেকে মাটি সরিয়ে এক ঘণ্টা পর যানচলাচল স্বাভাবিক করেছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে রাঙ্গামাটি-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের ঘাগড়া কলাবাগান এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে।
সড়ক ও জনপথ (সওজ) রাঙ্গামাটি বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা এ বিষয়টি নিশ্চিত করেন।
অন্যদিকে, রাঙ্গামাটি-খাগড়াছড়ি আঞ্চলিক সড়ক পানিতে ডুবে যান চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের কুতুকছড়ি এলাকার সড়ক পানি ডুবে খাগড়াছড়ির সঙ্গে সব ধরণের যানচলাচল বন্ধ রয়েছে।
সওজ রাঙ্গামাটি বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, সকালে রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কের কলাবাগান এলাকার পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে আমাদের সড়ক বিভাগের লোকজন গিয়ে সড়ক থেকে মাটি সরিয়ে এক ঘণ্টা পরে যানচলাচল স্বাভাবিক করেছে। অন্যদিকে রাঙ্গামাটি-খাগড়াছড়ি আঞ্চলিক সড়ক পানিতে ডুবে গিয়ে রাঙ্গামাটির সঙ্গে খাগড়াছড়ির জেলার যানচলাচল সকাল থেকে বন্ধ রয়েছে।
বাঘাইছড়িতে ফের পাহাড় ধস
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-বাঘাইহাট সড়কে আবারও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে করে বন্ধ হয়ে আছে যান চলাচল। বৃহস্পতিবার সকালে বাঘাইছড়ির মারিশ্যা-বাঘাইহাট সড়কের প্রশিক্ষণটিলা নামক এলাকায় পাহাড় ধসের ঘটনায় যান চলাচল বন্ধ রয়েছে।
সড়ক ও জনপথ (সওজ) খাগড়াছড়ি বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, একটু আগে আবারও বাঘাইছড়ির মারিশ্যা সড়কের প্রশিক্ষণ টিলা নামক এলাকায় সড়কের পাহাড় ধসে যানচলাচল বন্ধ রয়েছে। সড়ক বিভাগের লোকজন যাচ্ছে হয়তো সড়ক থেকে মাটি সরাতে ঘন্টাখানিক সময় লাগতে পারে।
সারাবাংলা/ইআ