Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উপদেষ্টা পরিষদের বৈঠকে গুরুত্ব পাবে সচিবালয়ের নিরাপত্তা ইস্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৪ ০৮:৫০ | আপডেট: ২২ আগস্ট ২০২৪ ১২:৪২

ফাইল ছবি

ঢাকা: মঙ্গলবার দুপুরের কিছু পরে সকল নিরাপত্তা ভেঙে জোয়ারের মত শিক্ষার্থীরা ঢুকে পড়ে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে। শত শত এইচএসসি পরীক্ষার্থীদের এভাবে ঢুকে পড়ায় সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা এক রকম আতঙ্কিত হয়ে পড়েন। পরীক্ষা বাতিলের দাবিতে পরীক্ষার্থীরা সচিবালয়ের ছয় নম্বর ভবনে উঠে পড়ে।

বুধবারও (২১ আগস্ট) একই ঘটনা ঘটে। তবে প্রতিবন্ধী স্কুলের শিক্ষকদের একটা মিছিল সচিবালয়ের মূল গেট দিয়ে প্রবেশ করতে গেলে নিরাপত্তা বাহিনীর বাঁধার মুখে তাদেরকে সড়কেই অবস্থান নিতে হয়। এই পরিস্থিতিতে সচিবালয়ের সবগুলো গেট বন্ধ করে দেওয়া হয়। গত দুই দিনের ঘটনায় শুধু সচিবালয়ের কর্মকর্তাই না নতুন যোগদান করা উপদেষ্টাদেরও নিরাপত্তা ইস্যু একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। যে কারণে আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) উপদেষ্টা পরিষদের যে বৈঠক হওয়ার কথা, সেখানে এই বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

ছাত্র-জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। কিন্তু সপ্তাহ পার না হতেই নানান দাবিতে উত্তাল হতে শুরু করে রাজধানী ঢাকা। নিজ নিজ দাবি দাওয়া নিয়ে সড়ক ও প্রশাসনিক জায়গাগুলোতে আন্দোলন করছেন ‘বঞ্চিত’ দাবি করা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। দাবি আদায়ে মাঠে এইচএসসি পরীক্ষার্থীরাও। আন্দোলন মাঠ গড়িয়ে সচিবালয়ে এসে ঠেঁকেছে। সচিবালয়ের ভেতরে ও বাইরে এমন আন্দোলনে অনেকটা নিরাপত্তাহীন হয়ে পড়েছে সচিবালয়। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (২২ আগস্ট) আলোচনা হবে উপদেষ্টা পরিষদের বৈঠকে।

বিজ্ঞাপন

দেশ পরিচালনার জন্য সরকারের বেশিরভাগ সিদ্ধান্ত সচিবালয় থেকে নির্ধারণ হয়। ফলে অন্য যেকোনো অফিসের থেকে এখানে নিরাপত্তাও বেশি। সচিবালয়ে ঢুকতে বিশেষ পাসের প্রয়োজন হয়। কিন্তু শেখ হাসিনা সরকার পতনের পর থেকে অনেকটাই অরক্ষিত প্রশাসনের কেন্দ্রবিন্দু এই সচিবালয়। প্রতিদিনই নানা দাবিতে জড়ো হচ্ছেন শত শত মানুষ। মঙ্গলবার পরীক্ষা বাতিলের দাবিতে শত শত শিক্ষার্থী ঢুকে পড়ে সচিবালয়ে। তারা তাদের দাবি আদায় করেই তবে সচিবালয় থেকে বেরিয়েছেন। একসঙ্গে এতো মানুষ সচিবালয়ে আগে দেখেননি কর্মকর্তা-কর্মচারীরা।

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা হাবিবুর রহমান শেখ সারাবাংলাকে বলেন, একটা ফ্লোর নিচেই শিক্ষা মন্ত্রণালয়। দুপুরের পর হুর হুর শত শত পরীক্ষার্থী এখানে জড়ো হয়। আমাদের ফ্লোর ওপরে থাকায় সেখানেও অবস্থান নেয় অনেকে। আমরা ভয় পেয়ে গিয়েছি। কোনো দুস্কৃতি ছাত্রদের সঙ্গে ঢুকে বড় ধরনের হামলাও করতে পারতো। প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা সচিবালয়ে এভাবে অনুপ্রবেশের ফলে আতঙ্ক তৈরি হয়েছে কর্মকর্তা- কর্মচারীদের মধ্যে। নিরাপত্তাহীনতা কথা জানিয়েছেন অনেকেই।

শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ গণমাধ্যমে বলেন, মঙ্গলবার প্রশাসনের সর্বোচ্চ স্থান সচিবালয়ের ভেতরে যেভাবে আন্দোলন হয়েছে সেটি খুবই দুঃখজনক।

তিনি বলেন, একটি অনভিপ্রেত পরিস্থিতির মধ্যে ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান বাকি পরীক্ষাগুলো বাতিল করার সিদ্ধান্ত দেন। এখনো সারাদেশে আমরা শান্তিশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনতে পারিনি।

গত কয়েকদিন ধরে সচিবালয়ের পদোন্নতি বঞ্চিত কর্মকর্তা কর্মচারীরাও তাদের দাবি নিয়ে নানা কর্মসূচি পালন করছে। সচিবালয়েই বিক্ষোভ, মানবন্ধন ও মিছিল করেন। নিজ নিজ দফতরের সামনেও অবস্থান নেন অনেকে। সচিবালয়ের বিভিন্ন পয়েন্টে টাঙানো হয়েছে দাবি সম্বলিত ব্যানার।

বুধবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেন পদবঞ্চিত কর্মকর্তারা। এদিকে মঙ্গলবার পরীক্ষার্থী প্রবেশের ঘটনার পর সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দর্শনার্থী গেটের ভেতরে অন্যদিন প্রবেশ করে অপেক্ষা করার সুযোগ থাকলেও এদিন গেটের বাইরে থেকে পাস দেখিয়ে ঢুকতে হয়। একাধিকবার চেক করা হয়েছে ব্যাগ।

এদিকে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দ্বিতীয় কেবিনেট বৈঠক হবে। আর ওই বৈঠকের আলোচ্যসূচিতে থাকতে পারে সচিবালয়ের নিরাপত্তা ইস্যু।

মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সচিবালয়ের নিরাপত্তা ইস্যুটা এখন মেজর বিষয় হয়ে দাড়িয়েছে। যে কারণে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনায় বিষয়টি রাখা হয়েছে।

উল্লেখ্য, অন্তর্বতীকালীন সরকার গঠনের পর এটি উপদেষ্টা পরিষদের দ্বিতীয় বৈঠক।

সারাবাংলা/জেআর/ইআ

উপদেষ্টা পরিষদ টপ নিউজ বৈঠক সচিবালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর