বন্যার্তদের সহায়তায় কন্ট্রোলরুম খুলেছে পাউবো
সিনিয়র করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৪ ০০:৩৪
২২ আগস্ট ২০২৪ ০০:৩৪
ঢাকা: দেশের উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় কন্ট্রোল রুম খুলেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে। বন্যাদুর্গতরা যেকোনো প্রয়োজনে কন্ট্রোলরুমে যোযোগাযোগ করতে পারবেন। বুধবার (২১ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কন্ট্রোল রুমের নম্বর- ০১৩১৮২৩৪ ৯৬২, ০১৭৬৫ ৪০৫৫৭৬, ০১৫৫ ৯৭২৮১৫৮, ০১৬৭৪৩৫৬২০৮। এসব নম্বরে ফোন করে নানা সহায়তা পাওয়া যাবে। এছাড়া ইমেইলেও যোগাযোগ করা যাবে। ইমেইল: [email protected] এবং [email protected]।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বন্যা সংক্রান্ত তথ্যের জন্য বাপাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হানকে (মোবাইল: ০১৩১৮২৩৪৯৬২) কে বন্যা পূর্বাভাস কেন্দ্রের ফোকাল কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সারাবাংলা/ইএইচটি/পিটিএম