Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির ২ গ্রুপে সংঘর্ষে নিহত ১, শামা-শহিদুলের দলীয় পদ স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৪ ১৯:২৫ | আপডেট: ২১ আগস্ট ২০২৪ ২০:৩০

ঢাকা: ফুরিদপুরের নগরকান্দায় বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীদের শো-ডাউনকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের দলীয় সব পদ স্থগিত করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় দফতর সূত্র থেকে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের পদ স্থাগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের শো-ডাউন করাকে কেন্দ্র করে ফরিদপুরের নগরকান্দায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ হয়। এতে কবির ভূঁইয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

বুধবার সকালে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

সংঘর্ষে নিহত কবির ভুঁইয়া উপজেলার ছাগলদি গ্রামের আবুল বসার ভূঁইয়ার ছেলে। তবে তার রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার নগরকান্দায় শহিদুল ইসলাম বাবুলন্দায় শো-ডাউন করার কথা ছিল। এ উপলক্ষ্যে সকালে বাবুলের শতাধিক সমর্থকরা নগরকান্দা প্রবেশদ্বার কুমার নদের ব্রিজের পাশে দেশীয় অস্ত্রের মহড়া দিচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে শামা ওবায়েদের কয়েক হাজার সমর্থক জড়ো হয়ে হামলা চালায়। এতে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে বাবুল সমর্থকরা ছত্রভঙ্গ হয়ে গেলে নগরকান্দায় শামা ওবায়েদের সমর্থকদের মিছিল করতে দেখা যায়।

বিজ্ঞাপন

নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল গণমাধ্যমকে বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’

সারাবাংলা/এজেড/পিটিএম

টপ নিউজ দলীয় পদ স্থগিত বিএনপি শহিদুল শামা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর