Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নদভীসহ আওয়ামী লীগের ৬১ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৪ ১৯:১১ | আপডেট: ২১ আগস্ট ২০২৪ ১৯:৫৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের লোহাগাড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগ এনে চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভীসহ আওয়ামী লীগের ৬১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২১ আগস্ট) রাতে লোহাগাড়া থানায় মামলাটি করেন মোমেন হোসেন নামে এক ব্যক্তি।

মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, উপজেলা যুবলীগের আহ্বায়ক জহির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদওয়ানুল হক সুজন, শ্রমিকলীগ নেতা নুরুল হক নুনু, উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম আসিফুর রহমান চৌধুরীসহ অজ্ঞাত আরও ১০০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, গত ৩ আগস্ট বিকেলে উপজেলার পদুয়া বাজারে সেভেন স্টার শপিং কমপ্লেক্সের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ওপর বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে অভিযুক্তরা হামলা করেন। এ সময় তারা দেশীয় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও বিদেশী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ছাত্র-জনতার ওপর উপর্যুপরি গুলি ছোড়েন। এতে অনেক ছাত্র আহত হয়। পরে অভিযুক্তরা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালায়।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম সারাবাংলাকে জানান, সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভীসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ৬১ নেতাকর্মীদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ১০০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পুলিশ আইনি ব্যবস্থা নেবে।

বিজ্ঞাপন

এর আগে, গত ১৮ আগস্ট (রোববার) সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভীসহ আওয়ামী লীগের ৭৩ নেতা-কর্মীর নাম উল্লেখ করে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করা হয়।

সারাবাংলা/আইসি/পিটিএম

আওয়ামী লীগ টপ নিউজ নদভী মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর