আবু সাঈদ হত্যার তথ্য অনুসন্ধান কমিটির সদস্যদের পদত্যাগ
২১ আগস্ট ২০২৪ ১৬:৫৮ | আপডেট: ২১ আগস্ট ২০২৪ ১৮:১৭
রংপুর: কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার তথ্য অনুসন্ধানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত কমিটির সদস্যরা পদত্যাগ করেছেন।
শিক্ষার্থীরা এই কমিটির প্রতি অনাস্থা পোষণ করেছে—এমন অভিযোগ এনে মঙ্গলবার (২০ আগস্ট) কমিটির তিন সদস্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে পদত্যাগপত্র জমা দেন কমিটির আহ্বায়ক ও ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মতিউর রহমান, সদস্যসচিব ও বাংলা বিভাগের অধ্যাপক ড. শফিকুর রহমান, সদস্য ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. বিজন মোহন চাকী।
গত ১৬ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ফটকের সামনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। নিরস্ত্র আবু সাঈদকে পুলিশের গুলি করার ভিডিও ছড়িয়ে পড়লে সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ ঘটনার পর ১৮ জুলাই বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের তথ্য অনুসন্ধান কমিটি গঠন করে।
পদত্যাগের বিষয়ে অধ্যাপক মতিউর রহমান বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা আমাদের কমিটির ওপর অনাস্থা পোষণ করেছেন। তাই আমরা দায়িত্ব পালন করতে আর স্বাচ্ছন্দ্যবোধ করছি না। এ জন্য আমরা পদত্যাগ করেছি।
সারাবাংলা/ইআ