বাংলাদেশের বোলারদের ৩ উইকেটের পর পাকিস্তানের প্রতিরোধ
২১ আগস্ট ২০২৪ ১৭:৩০ | আপডেট: ২১ আগস্ট ২০২৪ ১৮:৪৮
সিরিজের প্রথম টেস্টে রাওয়ালপিন্ডিতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। বোলিংয়ে নেমে প্রথম সেশনের শুরুটা দারুণ কেটেছে বাংলাদেশের। দুর্দান্ত পেস আক্রমণে ১৬ রানের মাঝেই পাকিস্তানের ৩ উইকেট তুলে নিয়ে প্রথম সেশনের প্রথমভাগ নিজেদের করে নিয়েছিলেন শরিফুল-হাসানরা। তবে এরপর সাইম আইয়ুব ও সউদ শাকিলের ৬৫ রানের জুটির সুবাদে প্রতিরোধ গড়ে তুলেছে পাকিস্তান। প্রথম সেশন শেষে পাকিস্তানের সগ্রহ ৩ উইকেটে ৮১ রান।
দিনের চতুর্থ ওভারেই আঘাত আনেন হাসান মাহমুদ। স্লিপে দুর্দান্ত এক ক্যাচে আবদুল্লাহ শফিককে ফেরান জাকির। শফিক ফেরেন মাত্র ২ রানে। ১৪ রানের মাথায় দ্বিতীয় আঘান আসে শরিফুলের বলে। ইনজুরি কাটিয়ে ফেরা শরিফুল ফেরান শান মাসুদকে। লিটনের ক্যাচে মাসুদ প্যাভিলিয়নে ফেরেন ৬ রানে। প্রথমে আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়েই উইকেটের দেখা পায় বাংলাদেশ।
বাবর আজম ক্রিজে এসে টিকতে পেরেছেন মাত্র ২ বল। কোন রান না করেই শরিফুলের দ্বিতীয় শিকার হন তিনি। লিটনের দারুণ এক ক্যাচে ফেরেন তিনিন। ১৬ রানে তিন উইকেট হারিয়ে তখন কাঁপছে পাকিস্তান।
এরপর বাকিটা সময় দারুণভাবেই সামলেছেন সাইম আইয়ুব ও সউদ শাকিল। সেশনের পুরোটা সময় বাংলাদেশের বোলারদের চাপে রেখে রানে গতি বাড়িয়েছে। স্কোর পেরিয়েছে ৫০। দুই ব্যাটারের ৬৫ রানের জুটির কল্যাণে আর কোন বিপদ হয়নি পাকিস্তানের। আইয়ুব অপরাজিত আছেন ৪২ রানে, শাকিল করেছেন ২৮ রান।
সারাবাংলা/এফএম