বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেওয়ার লক্ষ্য বিসিবির নতুন সভাপতির
২১ আগস্ট ২০২৪ ১৫:৪২ | আপডেট: ২১ আগস্ট ২০২৪ ২০:২০
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর ফারুক আহমেদ বলেছেন, দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার বড় লক্ষ্য তার। নাজমুল হাসান পাপন পদত্যাগ করলে আজ বিসিবির ১৫ তম সভাপতি হিসেবে দায়িত্ব নেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ও প্রধান নির্বাচক।
বুধবার (২১ আগস্ট) সকালে জাতীয় ক্রীড়া মন্ত্রণালয়ে বৈঠক করেছে বিসিবির পরিচালনা পরিষদ। সেখানেই সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন ফারুক আহমেদ।
জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত হয়ে বিসিবির পরিচালক হয়েছেন ফারুক আহমেদ। তারপর উপস্থিত পরিচালকদের সম্মতিতে সভাপতির দায়িত্ব পান তিনি।
নতুন সভাপতি ফারুক আহমেদ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘লক্ষ্য অনেক বড়। দেশের মুখ উজ্জ্বল করা, সেই সঙ্গে দলকে (জাতীয় দল) একটা জায়গায় দেখতে চাই। সেক্ষেত্রে এটা অনেক বড় ব্যাপার। অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে। আপনারা জানেন যে অনেকদিন ধরে কাজ হয়েছে, হয়নি অনেক প্রশ্ন আছে।’
তিনি বলেন, ‘আমার প্রথম ও প্রধান দায়িত্ব হচ্ছে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এটা যদি আমরা মাথায় রাখি বাংলাদেশ ও বাংলাদেশ ক্রিকেট দল তাহলে আমাদের কাজগুলো সহজ হবে। আমরা যেন অন্য দিকে ডাইভার্ট না হই। বাংলাদেশ ক্রিকেট দল ও বাংলাদেশ দেশ হিসেবে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই।’
সারাবাংলা/এসএইচএস/ এফএম