Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রাশেদ খান মেননকে অভিযুক্ত করে মামলা দায়ের করা বিস্ময়কর’

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৪ ১৫:১৪

ঢাকা: ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর আক্রমণে হতাহতের ঘটনায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে অভিযুক্ত করে দায়ের করা মামলায় বিস্ময় প্রকাশ করেছে ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতারা।

বুধবার (২১ আগস্ট) বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সভা থেকে এই প্রতিবাদ জানানো হয়।

সভায় বলা হয় নারী নীতি ও শিক্ষানীতির বিরোধিতা করে হেফাজতের ১৩ দফা দাবির ব্যাপারে ওয়ার্কার্স পার্টি তার বিরোধিতা প্রকাশ্যেই ব্যক্ত করেছে। কিন্তু শাপলা চত্বরে আইনশৃঙ্খলা বাহিনীর গৃহীত ব্যবস্থার সাথে ওয়ার্কার্স পার্টি বা সভাপতি হিসাবে রাশেদ খান মেনন বা ওয়ার্কার্স পার্টির কোন সম্পর্ক ছিল না। একইভাবে কোটা আন্দোলনকে কেন্দ্র করে মিরপুরে সংঘটিত ঘটনায় রাশেদ খান মেননকে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইবুনাল দায়ের করা অভিযোগও একইভাবে বিস্ময়কর।

আইনের শাসন প্রতিষ্ঠার যে অঙ্গীকার নিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে করেছে সে অনুসারে তারা তাদের প্রত্যয়ে দৃঢ় থাকবে এবং যেকোনো প্রতিশোধমূলক ঘটনা থেকে সংশ্লিষ্টদের বিরত রাখবে।

সারাবাংলা/এএইচএইচ/এমও

ওয়ার্কার্স পার্টি রাশেদ খান মেনন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর