Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেহেরপুরে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৪ ১৩:০০

ফাইল ছবি

মেহেরপুর: মেহেরপুরে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও তার স্ত্রী সৈয়দা মোনালিসাসহ ১৬৮ জনের বিরুদ্ধে করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেছে সদর উপজেলার আশরাফপুর গ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী হাসনাত জামান।

গত সোমবার (১৯ আগস্ট) বিকেলে থানায় মামলাটি নেওয়ার নির্দেশ দিয়েছেন সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মঞ্জুরুল ইমাম।

বিজ্ঞাপন

মামলার বিবরণে জানা যায়, গত ৪ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে শহরের কলেজমোড়ে একটি সমাবেশে বক্তব্য দেওয়ার সময় আসামিরা পূর্বপরিকল্পিতভাবে দেশিয় অস্ত্র রামদা, লোহার রড, ক্রসি, ছোরা চাকু, ডেগার, বাঁশের লাঠি দিয়ে খুন ও জখম করার উদ্দেশ্যে মোটরসাইকের নিয়ে মহড়া চালায়। এ সময় শিক্ষার্থী ও অভিভাকরা ভিতসন্ত্রস্ত হয়ে পড়ে। পরে শিক্ষার্থীদের হত্যার হুমিকও দেয় তারা। তারপর সকাল ১১ টার দিকে সন্ত্রীসরা যায় শহরের চুলকানির মোড়ে। সেখানেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ চলছিলো। এ সময় সন্ত্রাসীরা সেখানে গিয়ে হত্যার হুমকি দেয়। এভাবেই তারা ১১টা ১৫ দিকে যায় শহরের কোর্টমোড় এলাকায় গিয়ে সামাবেশস্থলে আগত শিক্ষার্থীদের হত্যার হুমকি প্রদান করে। এতে সাধারণ মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে।
বর্তমানে শিক্ষার্থী ও সাধারণ মানুষ চরম আতঙ্কে দিন পার করছে বলে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী, ২০১২) এর ৬(২), ৭(৫)(ক) ৭(৬)কে), ৭(৬)(খ), ১০, ১১, ১২ এবং ১৩ ধারা মোতাবেক আদালতে অভিযোগ দেন। পরে আদালত বিষয়টি আমলে নিয়ে মেহেরপুর সদর থানায় মামলাটি নেওয়ার নির্দেশ দেন।

এদিকে গত রাতে মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার করতে অভিযান চালায় পুলিশ। তবে সেখানে কাউকেই পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুর

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর