ইরানে বাস উল্টে ৩৫ পাকিস্তানি নিহত
আন্তর্জাতিক ডেস্ক
২১ আগস্ট ২০২৪ ১১:৪৫ | আপডেট: ২১ আগস্ট ২০২৪ ১৫:২২
২১ আগস্ট ২০২৪ ১১:৪৫ | আপডেট: ২১ আগস্ট ২০২৪ ১৫:২২
ইরানের ইয়াজদ শহরে পাকিস্তানি তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস উল্টে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ১৫ জন।
বুধবার (২১ আগস্ট) ইরানি সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।
লারকানাভিত্তিক শান্তি কমিটির সদস্য মাওলানা কামার আব্বাস নকভি বলেছেন, ৩০ জন ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর আরও পাঁচজন মারা যান।
রেডিও পাকিস্তানের বরাতে দ্য ডন জানিয়েছে, এ দুর্ঘটনায় কমপক্ষে ৩৫ জন পাকিস্তানি তীর্থযাত্রী মারা গেছেন এবং ১৮ জন আহত হয়েছেন। হঠাৎ ব্রেক ফেইল হলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। পরে এতে আগুন ধরে যায়।
দুর্ঘটনাকবলিত বাসটিতে মোট ৫৩ জন যাত্রী ছিলেন। তাদের বেশিরভাগই লারকানা, ঘোটকি এবং সিন্ধুর অন্যান্য শহরের বাসিন্দা। দুর্ঘটনার পর আহতদের ইয়াজদের হাসপাতালে নেওয়া হয়।
সারাবাংলা/ইআ