টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ
২১ আগস্ট ২০২৪ ১৫:০৩ | আপডেট: ২১ আগস্ট ২০২৪ ১৫:১১
পাকিস্তানের বিপক্ষে এর আগে কখনোই টেস্ট ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। ইতিহাস বদলে দেওয়ার লক্ষ্য নিয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে বৃষ্টিবিঘ্নিত দিনে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বৃষ্টির কারণে সকাল থেকেই বারবার পিছিয়েছে টসের সময়। শেষ পর্যন্ত বাংলাদেশ সময় দুপুর ৩টায় হয়েছে টস। টসের লড়াইয়ে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। বাংলাদেশ একাদশে আছেন তিন পেসার, দলে ফিরেছেন শরিফুল ইসলাম। একাদশে আছেন সাকিবও। পাকিস্তান একাদশে আছেন ৪ পেসার।
খেলা শুরু হবে দুপুর ২.৩০ মিনিটে। এরপর আজকের দিনে খেলা হবে ৪৮ ওভারের। চা বিরতি হবে স্থানীয় সময় ৪.২০ মিনিটে। শেষ সেশন চলবে ৪.৪০ থেকে ৬টা পর্যন্ত। আম্পায়ার চাইলে আরও বাড়তি ৩০ মিনিট খেলা চালিয়ে যেতে পারবেন।
বাংলাদেশ একাদশ– নাজমুল হোসেন শান্ত, শাদমান ইসলাম, জাকির হাসান, মোমিনুল হক, মুশফিকুর রহমা, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
পাকিস্তান একাদশ– আবদুল্লাহ শফিক, সায়েম আইয়ুব, শান মাসুদ, বাবর আজম, সউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সাল্মান আঘা, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আলি ও খুররাম শাজিদ।
সারাবাংলা/এফএম