Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনা-আসাদুজ্জামানের বিরুদ্ধে প্রতিবেদন ২৪ সেপ্টেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৪ ০৮:৩১ | আপডেট: ২১ আগস্ট ২০২৪ ১৪:১৬

ঢাকা: রাজধানীর উত্তরা থেকে ২০১৫ সালে এক আইনজীবীকে অপহরণ করে গুম করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার চৌধুরী মামলার এজাহার গ্রহণ করে এ দিন ধার্য করেন।

মামলার অন্য আসামিরা হলেন- সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। এছাড়া এ মামলায় র‌্যাবের অজ্ঞাত আরও ২৫ সদস্যকে আসামি করা হয়।

এর আগে বুধবার (১৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে এই মামলার আবেদন করেন ভুক্তভোগী সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে উত্তরা পশ্চিম থানাকে এজাহার হিসাবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। এরপর উত্তরা পশ্চিম থানা মামলাটি এজাহার হিসাবে গ্রহণ করে আজ (২০ আগস্ট) নথি আদালতে পাঠান।

সারাবাংলা/কেআইএফ/এমও

টপ নিউজ শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর