সাবেক সংসদ সদস্য বদি গ্রেফতার
স্টাফ করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৪ ২৩:১১ | আপডেট: ২১ আগস্ট ২০২৪ ০১:৩৫
২০ আগস্ট ২০২৪ ২৩:১১ | আপডেট: ২১ আগস্ট ২০২৪ ০১:৩৫
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরী থেকে সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (২০ আগস্ট) রাতে র্যাবের পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় জানানো হয়েছে, সাবেক এই সংসদ সদস্যকে নগরীর জিইসি মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শরীফ উল আলম সারাবাংলাকে জানান, কক্সবাজারের টেকনাফে একটি হত্যাচেষ্টা মামলায় আবদুর রহমান বদিকে গ্রেফতার করা হয়েছে। তাকে কক্সবাজারে নিয়ে যাওয়া হচ্ছে।
নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার–৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগ প্রার্থী আবদুর রহমান বদি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মাদক চোরাচালানের পৃষ্ঠপোষক হিসেবে আবদুর রহমান বদির নাম আছে।
সারাবাংলা/আইসি/টিআর