বন্ধ সব পাটকল-চিনিকল চালু ও চাকরিচ্যুতদের পুনর্বহাল দাবি
২০ আগস্ট ২০২৪ ১৮:৩২ | আপডেট: ২০ আগস্ট ২০২৪ ২১:৪৫
ঢাকা: দেশে বন্ধ করে দেওয়া সব রাষ্ট্রায়ত্ত পাটকল ও চিনিকল অবিলম্বে খুলে দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের নেতারা। একই সঙ্গে চাকরিচ্যুত সব শ্রমিককে পুনর্বহাল ও বকেয়া পাওনা পরিশোধ করার দাবিও জানিয়েছেন তারা।
মঙ্গলবার (২০ আগস্ট) জাতীয় প্রেসক্লাব চত্বরে সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব দাবি তুলে ধরা হয়।
সভায় বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ কাফী রতন, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সহসভাপতি মানস নন্দী, জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশের সাধারণ সম্পাদক শামীম ইমাম, জাতীয় শ্রমিক ফেডারেশনের নেতা ফয়েজ হোসেন, গণতান্ত্রিক শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক সুশান্ত সিনহা, শ্রমিক নেতা জলি তালুকদার, শ্রমজীবী সংঘের কেন্দ্রীয় নেতা রুবেল সিকদার, বাংলাদেশ আখ চাষি ইউনিয়নের সভাপতি আনসার আলী দুলাল, করিম জুট মিলের নেতা মো. গোফরান, লতিফ বাওয়ানী জুট মিলের নেতা সিরাজুল ইসলামসহ অন্যরা।
সভায় জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের নেতারা বলেন, রাষ্ট্রায়ত্ত ৮২টি পাটকল ১৯৭৭ সাল থেকে ধারাবাহিকভাবে বন্ধ করার প্রক্রিয়ায় আওয়ামী লীগ সরকার সবশেষ টিকে থাকা ২৫টি পাটকল করোনা মহামারির সময় ২০২০ সালের জুলাই মাসে বন্ধ ঘোষণা করে। এতে ২৫ হাজার শ্রমিক কাজ হারিয়ে শুধু বেকারই হয়নি, একই সঙ্গে ৫০ লাখ মানুষের জীবিকার পথ রুদ্ধ করা হয়েছে। পরে ছয়টি চিনিকল বন্ধ করে একইভাবে শ্রমিক-আখ চাষিসহ ৫০ লাখ মানুষকে পথে বসিয়েছে।
শ্রমিক নেতারা বলেন, বিশ্বব্যাংক, আইএমএফসহ সাম্রাজ্যবাদ ও দেশি পুঁজিপতিদের স্বার্থে সরকারি নীতি, অব্যবস্থাপনা ও দুর্নীতির ফলাফল হিসেবে এসব প্রতিষ্ঠানকে পরিকল্পিতভাবে লোকসানি প্রতিষ্ঠানে পরিণত করে বন্ধের অজুহাত তৈরি করা হয়।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিজেএমসি কার্যালয় ঘেরাও করে। সেখান থেকে করপোরেশনের চেয়ারম্যানের মাধ্যমে পাট উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়। নেতাদের অন্য একটি দল একই সময়ে চিনি শিল্প সংস্থাতেও স্মারকলিপি দিয়েছে।
সারাবাংলা/এএইচএইচ/টিআর