Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এইচএসসি পরীক্ষা বাতিল, ফলাফলের সিদ্ধান্ত পরে

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৪ ১৮:১৬

ঢাকা: এইচএসসি ও সমমানের বাকি পরীক্ষা বাতিল করা হয়েছে। পরীক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। তবে কীভাবে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে সেটি পরবর্তী সময়ে জানানো হবে।

মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে, অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, বাকি বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্নে অনুষ্ঠিত হবে। আর পুনরায় পরীক্ষা শুরুর তারিখ ১১ সেপ্টেম্বর থেকে আরও দুই সপ্তাহ পেছানো হবে।

কিন্তু শিক্ষার্থীরা এ সিদ্ধান্ত মেনে নেননি। তারা বাকি পরীক্ষাগুলো বাতিল চান। স্থগিত হওয়া পরীক্ষা না নিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এইচএসসির ফল প্রকাশের দাবিতে শিক্ষা মন্ত্রণালয় ঘিরে রাখেন পরীক্ষার্থীরা।

এর আগে, দাবি পূরণে শিক্ষা মন্ত্রণালয়কে এক ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন তারা। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় তারা একযোগে সচিবালয় ও শিক্ষা মন্ত্রণালয়ে অবস্থান নেয়।

সারাবাংলা/জেআর/পিটিএম

এইচএসসি পরীক্ষা বাতিল

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর