পাকিস্তানের বিপক্ষে হারের ইতিহাস বদলাতে চান শান্ত
২০ আগস্ট ২০২৪ ১৮:৩৩
পাকিস্তানের বিপক্ষে কখনোই টেস্ট জেতার স্বাদ পায়নি বাংলাদেশ। ১৩ টেস্টের মাঝে ১২টিতেই হেরেছে বাংলাদেশ, একটি হয়েছে ড্র। আগামীকাল রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলছেন, পাকিস্তানের বিপক্ষে হারের এই ইতিহাসকে বদলে দিতে চান তারা।
শান্ত বলছেন, পাকিস্তানের বিপক্ষে অতীতের হারের রেকর্ড বদলে দিতে চান তারা, ‘আমি মনে করি এটি শুধুই রেকর্ড। রেকর্ড বদলাতেই পারে। কাজটা সহজ হবে না। তবে যেমনটা বললাম আমরা খুব ভারসাম্যপূর্ণ দল। আমার বিশ্বাস এবার ভালো কিছু করতে পারব। এখানে খেলার জন্য মুখিয়ে আছি।’
পাকিস্তানের বিপক্ষে সিরিজে ভালো কিছু করে টেস্ট চ্যাম্পিয়নশিপে এগিয়ে যেতে চান শান্ত, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা ভালো খেলেছি। তবে শ্রীলংকার বিপক্ষে ভালো করতে পারিনি। পাকিস্তানের বিপক্ষে ভালো করার সুযোগ আছে। আশা করি আমরা ভালো ক্রিকেট খেলব।’
ব্যাটিং নিয়ে আলাদাভাবেই কাজ করার প্রত্যয় শান্তর, ‘আমাদের ব্যাটিংটা অনেকদিন ধরেই ভালো যাচ্ছে না। আমাদের প্রস্তুতি ভালো আছে। এবার ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ভালো করব। ম্যাচ জেতার জন্য বোলিংটাও গুরুত্বপূর্ণ। এবার আমাদের দলের দারুণ সুযোগ আছে। আমাদের পেস আক্রমণ গত কয়েক বছরের মাঝে সবচেয়ে ভালো। আমাদের দারুণ কিছু স্পিনারও আছে।’
সারাবাংলা/এফএম