ফের স্থগিত এইচএসসি পরীক্ষা
২০ আগস্ট ২০২৪ ১৭:৩৫ | আপডেট: ২০ আগস্ট ২০২৪ ১৭:৫০
ঢাকা: আরেক দফা স্থগিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষা। মঙ্গলবার (২০ আগস্ট) শিক্ষামন্ত্রণালয় থেকে জারি করা আদেশে এ তথ্য জানা গেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ সচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী সই করা আদেশে বলা হয়, আগামী ১১ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৪-এর পরীক্ষাগুলো অনিবার্য কারণে স্থগিত করে পরীক্ষা গ্রহণের বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে মর্মে সংশ্লিষ্ট সকলকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এদিকে স্থগিত হওয়া পরীক্ষা না নিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এইচএসসির ফল প্রকাশের দাবিতে শিক্ষা মন্ত্রণালয় ঘিরে রেখেছেন পরীক্ষার্থীরা। এর আগে, দাবি পূরণে শিক্ষা মন্ত্রণালয়কে এক ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন তারা। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় তারা একযোগে সচিবালয় ও শিক্ষা মন্ত্রণালয়ে অবস্থান নিয়েছেন।
সারাবাংলা/জেআর/ইআ