Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিল্কভিটার অনিয়মের বিরুদ্ধে সমবায়ীদের প্রতিবাদ সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৪ ১৭:১৫

সিরাজগঞ্জ: ‘সমবায়ী বাঁচলে মিল্কভিটা বাঁচবে’ প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মিল্কভিটার বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে পাবনা ও সিরাজগঞ্জ অঞ্চলের দুগ্ধ উৎপাদনকারী সমবায়ীরা। এ সময় তারা ঢাকা-পাবনা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন ও কিছু সময় মহাসড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন।

মঙ্গলবার (২০ আগস্ট) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জের বাঘাবাড়ি মিল্কভিটার প্রবেশপথের পাশে বাঘাবাড়ি ঘাট ট্যাংকলরি পরিবহন শ্রমিক ইউনিয়ের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সমবায়ী সুবীর কুমার ঘোষের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের সাবেক চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘আজ ছাত্রদের নেতৃত্বে আমাদের ছাত্র-জনতা নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। তোমরা যা করে দেখিয়েছ আমরা তা ভাবতেও ভয় পেতাম। তোমাদের এই অর্জন সবাইকে মিলে ধরে রাখতে হবে। এই আন্দোলনে যারা শহিদ ও আহত হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’

তিনি বলেন, ‘আমাকে চেয়ারম্যান হতে হবে এটা আমার চাওয়া নয়, আমি চাই আমরা যারা সমবায়ী আছি তারা যেন ন্যায্য অধিকার ও মূল্যায়নটুকু পাই। ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি সুন্দরভাবে এগিয়ে যাক, মিল্কভিটার হারানো ঐতিহ্য ফিরে আসুক।’

আব্দুর রাজ্জাক বলেন, ‘এখানে প্রধানমন্ত্রীর চাচার চেয়ারম্যান হতে হবে এমনতো কথা ছিল না। এখানকার প্রত্যেক সদস্য চেয়ারম্যান হবার যোগ্যতা রাখে। চেয়ারম্যান হবে এই সমবায়ীদের মধ্যে একজন। আমাকে চেয়ারম্যান বানাতে হবে সেটা নয়, আমি চাই আপনারা এক হন, সুখ-দুঃখের সাথী হন ও ন্যায্য দাবি আদায় করেন। আপনারা আমিসহ এই এলাকার প্রত্যেকটি মানুষের ওপরে আস্থা রাখতে পারেন। আপনাদের প্রত্যেকটি প্রয়োজনে তারা পাশে থাকবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমাকেসহ আমার ভাইদের নামে একাধিক মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। হামলা-মামলা ও গুম-খুনের ভয়ে এখানে আসতে পারিনি। কিন্তু এখন আপনাদের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়েছি।’

আব্দুর রাজ্জাক গণমাধ্যমের উদ্দেশে বলেন, ‘আপনারা আমাদের পাশে দাঁড়ান। আপনাদের মাধ্যমে আমি সরকারের প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আপনি নিজেও আমাদের মতো সমবায়ী বা দুঃখী ও নিম্ন আয়ের মানুষদের নিয়ে কাজ করেন। আপনি আমাদের কষ্ট বুঝবেন।’

তিনি আরও বলেন, ‘আমরা সমবায়ীরা যদি ন্যায্য না পাই তাহলে আমরা মিল্কভিটায় দুধ দেওয়া বন্ধ করব, অবরোধ করব, আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করব। বৃহত্তর পাবনা অঞ্চলের দুধ বন্ধ হলে কী হতে পারে সেটাও বুঝতে হবে।’

সমবায় ইউনিয়নের সাবেক এই চেয়ারম্যান বলেন, ‘আমাদের সন্তানরা আমাদের রক্ত দিতে শিখিয়েছে। আমাদের আর ভয় দেখিয়ে লাভ হবে না। আমরা বলছি, আগামী ৯০ দিনের মধ্যে মিল্কভিটা সমবায় সমিতির নির্বাচনের ব্যবস্থা করতে হবে। নইলে সেটা দিতে বাধ্য করা হবে।’

এ সময় সমবায়ীদের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী ও সাধারণ সমবায়ীরা বক্তব্য দেন। পাবনা ও সিরাজগঞ্জ দুগ্ধ উৎপাদনকারী অঞ্চলের সকল সমবায়ীরা প্রতিবাদ সমাবেশটির আয়োজন করেন।

প্রসঙ্গত, গত ২০১৫ সাল থেকে মিল্কভিটার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন নাদের হোসেন লিপু। নাদের হোসেন লিপু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে চাচা বলে জানান সমবায়ীরা। তার ভয়ে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারতেন না বলে জানান সমবায়ীরা।

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ মিল্কভিটা সমবায়ী