Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া সহজ না: অর্থ উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৪ ১৪:৩৯ | আপডেট: ২০ আগস্ট ২০২৪ ১৬:৩৪

ঢাকা: অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, ‘এক হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্ত সহজে নেওয়া যাবে না। তিনি বলেন, ‘এটা নিয়ে কোনো অসুবিধা হচ্ছে না। সহজে এগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না।’

মঙ্গলবার (২০ আগস্ট) সকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা ও কানাডার রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন। এসময় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এক হাজার টাকার নোট বাতিলের বিষয়ে জানতে চাইলে ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘এগুলো নিয়ে হ্যাঁ বা না কিছুই বলা ঠিক না। আমরা বলি এটা থাক। এটা নিয়ে কোনো অসুবিধা হচ্ছে না। সহজে এগুলোর সিদ্ধান্ত নেওয়া যাবে না।’

আপনি কি বলছেন এটি গুজব, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার দিক থেকে কিছু বলিনি। সুতরাং গুজব আমি কমেন্ট করব না। এটি বাংলাদেশ ব্যাংকের ব্যাপার।’

সর্বশেষ জুলাইয়ে চীনের সঙ্গে যে চুক্তিগুলো হয়েছে সেগুলো কি বহাল থাকবে নাকি এগুলো রিভিউ হবে, এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ‘সেগুলো নিয়ে আলোচনা হয়নি। এটি হাই লেভেলে আলোচনা করব। আমরা বাতিলও করিনি, কিছু করিনি। এগুলো নিয়ে কেবিনেটে আলোচনা হবে।’

সারাবাংলা/জিএস/এমও

অর্থ উপদেষ্টা এক হাজার টাকার নোট টপ নিউজ সৌজন্য সাক্ষাৎ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর