ঝরনায় বেড়াতে গিয়ে ২ জনের মৃত্যু
২০ আগস্ট ২০২৪ ১৪:০৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের মিরসরাইয়ে ঝরনায় বেড়াতে গিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) সকালে উপজেলার খৈয়াছড়া ঝরনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুইজন হলেন- কুমিল্লা জেলার লালমাই উপজেলার ছোট শরিফপুর এলাকার অঞ্জন বড়ঁঈ (২১) ও ফয়সাল হক (২২)।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম সারাবাংলাকে জানান, কুমিল্লার লালমাই থেকে মঙ্গলবার সকালে চার বন্ধু মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনায় বেড়াতে আসেন। সোমবার (১৯ আগস্ট) রাত থেকে অনবরত বৃষ্টি হওয়ায় পানির স্রোত বেশি ছিল। তাই তারা ঝরনায় যেতে না পেরে ফেরত আসছিলেন। আসার পথে একটি বৈদ্যুতিক খুঁটির ওপর ভেঙে পড়া গাছের বিদ্যুতায়িত ডালের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু হয়।
পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।
সারাবাংলা/আইসি/ইআ