Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক মন্ত্রীর কাছে গুলির বর্ণনাকারী ডিসি ইকবাল পুলিশ হেফাজতে

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৪ ১৩:২৮

ঢাকা: ছাত্র-জনতার আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের গুলির বিষয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মোবাইল ফোনে একটি ভিডিও দেখিয়ে পরিস্থিতির বর্ণনা দেওয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মাদ ইকবালকে হেফাজতে নিয়েছে পুলিশ।

সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় নরসিংদীর নিজ বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগ। বর্তমানে তিনি ডিবি কার্যালয়ে রয়েছেন।

বিজ্ঞাপন

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় মোহাম্মদ ইকবাল ডিএমপি ওয়ারী বিভাগে উপ-কমিশনার (ডিসি) হিসেবে নিয়োজিত ছিলেন। যাত্রাবাড়ী ও শনির আখড়া এলাকা তার আওতাধীন ছিল। ঢাকায় সবচেয়ে বেশি পুলিশ ও ছাত্র-জনতা হতাহত হয়েছেন এই দুই এলাকাতেই।

শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার দুইদিন আগে গুলির বর্ণনা দেওয়া একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে মোবাইল ফোনে একটি ভিডিও দেখিয়ে ওয়ারী বিভাগের ডিসি মোহাম্মাদ ইকবাল বলছিলেন, গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার। গুলি করলে মরে একটা কিংবা আহত হয় একটা। একটাই যায় স্যার, বাকিডি যায় না। এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়।

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভাইরাল হয়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে আত্মগোপনে চলে যান মোহাম্মদ ইকবাল।

সারাবাংলা/ইউজে/একে

আসাদুজ্জামান খাঁন কামাল টপ নিউজ ডিসি ইকবাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর