Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহবাগে অবস্থান নেবে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৪ ১৩:১১ | আপডেট: ২০ আগস্ট ২০২৪ ১৫:৩১

ঢাকা: বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্যপরিষদের নেতারা কর্মচারীদের ৯ম পে স্কেলসহ ভাতার অসংগতি, পদ ও বেতনবৈষম্য দূর করার জন্য প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন। একইসঙ্গে সকল দফতর-অধিদফতরে পদ-নাম পরির্তন করে বেতন ও পদবিবৈষম্য দূর করে এক ও অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়নের জোর দাবি জানিয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করে তারা।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে তারা ৭ দফা দাবি তুলে ধরেন। দাবি বাস্তবায়নে আগামী ৩০ আগস্ট শুক্রবার সকাল ১০টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করার কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মচারীদের ৭ দফা দবির মধ্যে রয়েছে- পে-কমিশন গঠন করে বৈষম্যহীন ৯ম পে স্কেল বাস্তবায়ন, ৫০% মহার্ঘ্য ভাতা, ১০ ধাপে বেতন স্কেলে নির্ধারণসহ পে-কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখাসহ ইত্যাদি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেজ আলী। উপস্থিত ছিলেন সমন্বয়ক মো. মাহামুদুল হাসানসহ সংগঠনের নেতারা।

সারাবাংলা/এএইচএইচ/এমও

ঐক্য পরিষদ টপ নিউজ সরকারি কর্মচারী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর