Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাজে যোগ দিয়েছেন কর্মীরা, রোববার থেকে চলবে মেট্রোরেল

স্পেশাল করেসপন্টেন্ড
২০ আগস্ট ২০২৪ ১২:৫৬ | আপডেট: ২০ আগস্ট ২০২৪ ১৬:৫০

ঢাকা: মেট্রোরেলের কর্মচারীরা নিজ নিজ কাজে যোগ দিয়েছেন। যে কারণে মেট্রোরেল চালু করতে আর কোনো বাধা নেই। কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী রোববার থেকে মেট্রোরেল চালু হচ্ছে।

মঙ্গলবার (২০ আগস্ট) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক ঢাকার প্রেসক্লাবের মেট্রোরেল স্টেশন পরিদর্শন করে করে একথা জানান। পরিদর্শনে গিয়ে সড়ক সচিব মেট্রোরেলের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মেট্রোরেল অতিদ্রুত চালুর বিষয়ে আলোচনা করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন।

বিজ্ঞাপন

তবে মেট্রোরেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর-১০ এই দু’টি স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে বলে তিনি জানান।

এসময় ওই দুই স্টেশনের কার্যক্রম চালুর বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মেট্রোরেল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এসময় মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত ১ জুলাই থেকে আন্দোলনে মাঠে নামেন শিক্ষার্থীরা। গত ১৮ জুলাই এই আন্দোলন চলাকালে দু’টি মেট্রোস্টেশন ক্ষতিগ্রস্ত হয়। তখন থেকেই মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।

সারাবাংলা/জেআর/এমও

টপ নিউজ মেট্রোরেল

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর