Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে শিবির নেতা হত্যা: লিটনসহ ১২০০ জনের বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৪ ১১:২৫ | আপডেট: ২০ আগস্ট ২০২৪ ১৩:১২

ফাইল ছবি

রাজশাহী: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিবির নেতা রায়হান আলী হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। প্রায় ১১ দিন পর এই মামলা করেন রায়হান আলীর ছোটভাই রানা ইসলাম। মামলায় রাজশাহী সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ এক হাজার ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) দিবাগত রাতে রাজশাহীর মহানগরীর বোয়ালিয়া থানায় এ মামলাটির দায়ের করা হয়। ।

বিজ্ঞাপন

মামলায় ৫০ জন আওয়ামী লীগ নেতার নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১২০০ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার কিছুক্ষণ আগে রাজশাহী মহানগরে আলুপট্টি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপরে গুলি ও বোমা বিস্ফোরণ করেন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা। ওই হামলায় ঘটনাস্থলায় একজন নিহত হন এবং আহতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রায়হান আলী।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর আহমেদ লিমন, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষ, যুবলীগ নেতা জহিরুল হক রুবেল।

মামলায় উল্লেখ করা হয়, নগরীর আলুপট্টি স্বচ্ছ টাওয়ারের কাছে দুপুর সোয়া একটার দিকে মিছিলে হামলা চালায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাঅ তারা উপর এলোপাথারি গুলি ও ককটেল নিক্ষেপ করে। এ সময় আসামি লিটন, ডাবলু সরকারের নেতৃত্বে করেন, রাজীব, রনি, মোস্তফাসহ অনেকে গুলি করতে দেখা যায়। তাদের আক্রমণে মারুফ মর্তুজা, ইব্রাহীম আলী, মারুফ আল হাসান, মেহেদী হাসানসহ অনেক ছাত্র গুলিবিদ্ধ হয়। আমার ভাই রায়হান আলী আহতদের চিকিৎসার জন্য উদ্ধার করতে গেলে আসামী জহিরুল হক রুবেল তার হাতে থাকা রিভলভার দিয়ে আমার ভাই রায়হান আলীকে গুলি করে। এর তিনদিন পর চিকিৎসাধীন অবস্থায় আমার ভাই মারা যান।

বিজ্ঞাপন

বোয়ালিয়া থানার ওসি এসএম মাসুদ পারভেজ জানান, সোমবার রাতেই মামলা রেকর্ড করা হয়েছে। আসামিরা আগে থেকেই গা-ঢাকা দিয়েছেন। এখন তাদের গ্রেফতারের চেষ্টা করা হবে।

সারাবাংলা/ইআ

টপ নিউজ মেয়র লিটন রাজশাহী

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর