Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশে নারী বিশ্বকাপ চান না অস্ট্রেলিয়ান অধিনায়ক!

স্পোর্টস ডেস্ক
২০ আগস্ট ২০২৪ ০৯:৪৬ | আপডেট: ২০ আগস্ট ২০২৪ ১৩:১৩

আগামী সেপ্টেম্বরে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা নারী বিশ্বকাপের এবারের আসর। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে এই বিশ্বকাপ আয়োজন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। বাংলাদেশের পরিবর্তে আরব আমিরাত কিংবা জিম্বাবুয়েতে হতে পারে এবারের আসর, এমনটাও গুঞ্জন উঠেছে। এর মাঝেই অস্ট্রেলিয়া নারী দলের অধিনায়ক অ্যালিসা হিলি বলছেন, তিনিও চান না এই মুহূর্তে বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন করা হোক!

বিজ্ঞাপন

গত জুলাই থেকে চলে আসা সংঘাতময় পরিস্থিতিতে যুক্তরাজ্য, ভারতের মতো অস্ট্রেলিয়াও তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমনে সতর্কতা জারি করেছে। হিলি অবশ্য বলছেন, মানবিক কারণেই এই মুহূর্তে বাংলাদেশে বিশ্বকাপের মতো টুর্নামেন্ট আয়োজন করা উচিত হবে না, ‘যে দেশটা এমন খারাপ অবস্থার মাঝে দিয়ে যাচ্ছে সেখানে আসলে ক্রিকেট আয়োজন করা কঠিন বলেই মনে হচ্ছে। যারা মারা যাচ্ছেন বিভিন্ন ঘটনায়, তাদের আগে সাহায্য করা উচিত। মানুষ হিসেবেও আমি সেখানে খেলতে যাওয়াটা কঠিন বলে মনে করছি। হয়তো এই ধারণাটা ভুল। আশা করি আইসিসি এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে।’

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত যেখানেই আয়োজন করা হবে বিশ্বকাপ, সেখানেই খেলতে প্রস্তুত হিলি ও তার দল, ‘আমাদের দলটা ভারসাম্যপূর্ণ। বিশ্বকাপ যেখানেই হোক আমরা খেলতে প্রস্তুত। আমরা বাংলাদেশে গিয়েছিলাম, সেখানকার কন্ডিশনের সাথেও পরিচিত।’

আজ বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন নিয়ে চূড়ান্ত বৈঠকে বসবে আইসিসি। এই বৈঠক শেষেই জানা যাবে নারী বিশ্বকাপ বাংলাদেশে হবে নাকি সরে যাবে অন্য কোন দেশে।

সারাবাংলা/এফএম

অস্ট্রেলিয়া অ্যালিসা হিলি টপ নিউজ নারী বিশ্বকাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর