Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় সাবেক ওসির বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৪ ০৮:২৮ | আপডেট: ২০ আগস্ট ২০২৪ ০৮:৩৬

খুলনা: লাঠির আঘাতে বিএনপি নেতার এক চোখ নষ্ট হওয়ার ঘটনায় খুলনা সদর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) খুলনা মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফখরুল আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ওসি হাসান আল মামুন বর্তমানে ময়মনসিংহ রেঞ্জে কর্মরত।

খুলনার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আনিচুর রহমান মামলাটি গ্রহণ করে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনারকে (ডিবি) তদন্ত করার নির্দেশ দিয়েছেন। আগামী ২৪ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার আরজি থেকে জানা যায়, ২০২২ সালের ৫ জানুয়ারি সকালে বিএনপির কেন্দ্র ঘোষিত ‘গণতন্ত্র হত্যা দিবস’ কর্মসূচি উপলক্ষে খুলনায় আলোচনা সভা ও মানববন্ধনের আয়োজন করা হয়। এই কর্মসূচি পালনের উদ্দেশ্যে বিএনপির নেতা ফকরুল আলমসহ অন্য নেতা-কর্মীরা নগরের কে ডি ঘোষ রোডের এম এম লাইব্রেরির সামনে সারিবদ্ধভাবে একটি ব্যানার নিয়ে দাঁড়ান। সে সময় হাসান আল মামুনের নেতৃত্বে ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য কর্মসূচি বন্ধ করার জন্য নির্দেশ দেন।

মানববন্ধন কেন করা যাবে না, এ বিষয়ে ফকরুল আলম জানতে চাইলে পুলিশ সদস্যরা তাদের গালিগালাজ করেন। একপর্যায়ে তাদের লাঠিপেটা করেন। হাসান আল মামুন লাঠি দিয়ে ফকরুল আলমের মুখ বরাবর আঘাত করেন। এতে ফকরুলের বাঁ চোখের মণি ফেটে রক্ত বের হয়। পরে বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েও তার সেই চোখের আলো আর ফেরেনি। এ ঘটনায় তখন থানায় মামলার চেষ্টা করেও মামলা করতে পারেননি ফকরুল।

সারাবাংলা/এমও

টপ নিউজ মামলা

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর