Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বারিধারা থেকে দীপু মনি গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৪ ২০:০৯ | আপডেট: ১৯ আগস্ট ২০২৪ ২২:৪১

ফাইল ছবি

ঢাকা: আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সাবেক সমাজ কল্যাণমন্ত্রী দীপু মনিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

ডিএমপি জানায়, বারিধারা ডিওএইচএস থেকে সাবেক মন্ত্রী দীপু মনিকে গ্রেফতার করে ডিবি গুলশান বিভাগের একটি দল। তার বিরুদ্ধে চাঁদপুর এবং ঢাকায় মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হতে পারে।

ডা. দীপু মনি চাঁদপুর-৩ আসন থেকে টানা চারবার আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন। এরমধ্যে ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠন করলে সেই সরকারের মন্ত্রিসভায় দেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হন ডা. দীপু মনি।

দশম সংসদ নির্বাচনের পর তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।

সারাবাংলা/ইউজে/একে

আওয়ামী লীগ টপ নিউজ দীপু মনি সাবেক মন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর