Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য দূর করতে ৯ দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৪ ১৮:৩৭ | আপডেট: ১৯ আগস্ট ২০২৪ ২২:৪২

ঢাকা: দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বৈষম্য দূর করতে ৯ দফা দাবি জানিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিকস (বিএসপিইউএ)।

সোমবার (১৯ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে এক সংবাদ সম্মেলনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি, এপিইউবি, বিওটি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ কর্তৃপক্ষের কাছে সংগঠনটি এ দাবি জানায়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে বিএসপিইউএ-এর প্রেসিডেন্ট ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী বলেন, ‘বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আজ বিভিন্ন ধরনের বৈষম্য দেখা যাচ্ছে। উচ্চশিক্ষায় গুণগত মানোন্নয়ন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য দূরীকরণে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষের কাছে আমরা একগুচ্ছ মৌলিক দাবি জানাতে চাই।’

দাবিগুলো হলো অলাভজনক প্রতিষ্ঠান হওয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ১৫% ইনকাম ট্যাক্স প্রত্যাহার করে ওই অর্থ ছাত্র-কল্যাণ, স্কলারশিপ ও গবেষণায় বরাদ্দের নির্দেশনা দেওয়া হোক। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনসহ বিভিন্ন সরকারি সংস্থায় এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন কমিটি ও উপ-কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য স্বতন্ত্র রেগুলেটরি এজেন্সি প্রতিষ্ঠা করতে হবে।

বিজ্ঞাপন

বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে লেজুরবৃত্তিক ছাত্র-রাজনীতি এবং শিক্ষক রাজনীতি বন্ধ করতে হবে। চাকরির ক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েটদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ বন্ধ করতে হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনিক পদে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অগ্রাধিকার দিতে হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেধাবী গ্র্যাজুয়েটদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে সরাসরি পিএইচডি’তে সুযোগ দিতে হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে পিএইচডি প্রোগ্রাম চালু করতে হবে। প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মানসম্মত সার্ভিস রুলস চালু করতে হবে।

সংগঠনটির সভাপতি বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি, এপিইউবি, বিওটি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সব কর্তৃপক্ষ আমাদের প্রাণের দাবিসমূহ বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বৈষম্য দূরীকরণে এগিয়ে আসবেন। কেননা বর্তমান বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষার জন্য এই দাবিসমূহ বাস্তবায়ন সময়ের দাবি।’

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন বিএসপিইউএ সাধারণ সম্পাদক ড. নাহিন মামুন। অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক ড. আবদুল্লাহ আল-মামুন।

সারাবাংলা/ইএইচটি/একে

৯ দফা দাবি টপ নিউজ বিএসপিইউএ বেসরকারি বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর