হাছান-রেজাউল-করিমের বিরুদ্ধে মামলার আবেদন, তদন্তের নির্দেশ
১৯ আগস্ট ২০২৪ ১৭:১৩ | আপডেট: ১৯ আগস্ট ২০২৪ ২১:১৯
চট্টগ্রাম ব্যুরো: সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সদ্য অপসারিত চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী ও রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) সকালে চট্টগ্রামের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানম ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলামের আদালতে মামলার আবেদনগুলো করা হয়।
২০১৭ সালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও সদ্য অপসারিত চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র রেজাউল করিম চৌধুরীসহ ৮৬ জনের নামে সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে মামলার আবেদন করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের দফতর সম্পাদক নাজিম উদ্দিন।
নাজিম উদ্দিনের আইনজীবী আশরাফ উদ্দিন সারাবাংলাকে জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০১৭ সালের ১৮ জুন রাঙ্গুনিয়া হয়ে রাঙ্গামাটি যাচ্ছিলেন। ওই সময় তার গাড়ি বহরে হামলা চালানো হয়। এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অনেকেই আহত হন। ওই ঘটনায় সাবেক সংসদ সদস্য হাছান মাহমুদ, মেয়র রেজাউল করিম চৌধুরী, পৌরসভা মেয়র শাহ জাহান সিকদার, উপজেলা চেয়ারম্যান মীর কাশেম কিস্তিসহ ৮৬ জনের নাম উল্লেখ করে আদালতে মামলার আবেদন করা হয়। আদালত মামলাটি রাঙ্গুনিয়া থানা পুলিশকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন।
অন্যদিকে, রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে সাবেক ইউপি চেয়ারম্যান মো. সিরাজদৌল্লাহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন।
আদালতের বেঞ্চ সহকারী সেলিম উদ্দিন সারাবাংলাকে জানান, ২০২২ সালের ১১ সেপ্টেম্বর রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সিরাজদৌল্লাহকে অপহরণের পর মুক্তিপণ আদায় করে অস্ত্র দিয়ে ফাঁসানো, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে সাবেক সাংসদ ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়। আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।
সারাবাংলা/আইসি/পিটিএম