বেনাপোল ইমিগ্রেশনে মাঙ্কিপক্স সংক্রমণ নিয়ে বিশেষ সতর্কতা
১৯ আগস্ট ২০২৪ ১৫:৫২ | আপডেট: ১৯ আগস্ট ২০২৪ ১৭:৪৯
বেনাপোল: বিশ্বব্যাপি ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স প্রাদুর্ভাব। ভাইরাস নিয়ে যাতে কেউ দেশে প্রবেশ করতে না পারে এজন্য দেশের নৌ, বিমান, সমুদ্র ও স্থলপথে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ। এর ফলে, বেনাপোল স্থলবন্দরের চেকপোস্ট ইমিগ্রেশনে মাঙ্কিপক্স রোধে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ। ৭ সদস্যের মেডিকেল টিমও কাজ করছেন এখানে।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মেডিকেল অফিসার ডা. মরিয়ম খন্দকার। তিনি জানান, ভারত থেকে ফেরা পাসপোর্টধারী যাত্রীসহ বিদেশ থেকে আসা সন্দেহভাজন যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করছেন তারা। থার্মাল স্ক্যানার দিয়ে দেখা হচ্ছে তামমাত্রা। একজন মেডিকেল অফিসার, ২ জন উপসহকারী মেডিকেল অফিসারসহ ৭ সদস্যের মেডিকেল টিম কাজ করছেন বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগে।
মাঙ্কিপক্স ভাইরাস নিয়ে জরুরি সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়া রোগের সংক্রমণ নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগ। তবে পরীক্ষা করা হচ্ছে না ভারত থেকে আমদানি করা পণ্যবোঝাই ট্রাকচালক, হেলপারদের।
ভারতফেরত যাত্রীরা বলেন, ‘মাঙ্কিপক্স রোগের বিষয়ে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনে কোনো যাচাই-বাছাই বা পরীক্ষা করেনি। বাংলাদেশে প্রবেশের পর স্বাস্থ্য ডেস্কে হাত-পায়ে কোনো র্যাশ (চামড়া ফোলা/ চুলকানি) আছে কিনা পরীক্ষা করেছে।’
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, ‘বর্তমানে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মাঙ্কিপক্সের ব্যাপারে বেনাপোল ইমিগ্রেশনের সব কর্মকর্তা এবং ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী সব যাত্রীকে সতর্ক করা হচ্ছে। পাশাপাশি ইমিগ্রেশনে দায়িত্বরত স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরাও সব যাত্রীকে স্ক্যানিং করে যাচাই-বাছাই করছেন।’
সারাবাংলা/এমও