Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তান স্কোয়াড থেকে বাদ ‘আনফিট’ জামাল

স্পোর্টস ডেস্ক
১৯ আগস্ট ২০২৪ ১৭:০২

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু আগে এর মাঝেই দুইজন ক্রিকেটারকে বাদ দিয়েছিল পাকিস্তান। এবার তৃতীয় ক্রিকেটার হিসেবে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে পেসার আমির জামালকে। ইনজুরি থেকে সুস্থ হয়ে না ওঠায় বাংলাদেশের বিপক্ষে সিরিজে তাকে পাচ্ছে না পাকিস্তান।

২৮ বছর বয়সী জামাল কাউন্টি খেলতে গিয়ে পিঠে চোট পেয়েছিলেন। সেই চোট থেকে সেরে না উঠলেও তাকে বাংলাদেশের বিপক্ষে সিরিজের টেস্ট স্কোয়াডে রেখেছিল পাকিস্তান। তবে শেষ পর্যন্ত প্রথম টেস্টের আগে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা না থাকায় তাকে স্কোয়াড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পিসিবি এক বার্তায় জানিয়েছে, ফিটনেস ইস্যুতেই বাদ পড়েছেন জামাল, ‘তাকে স্কোয়াডে রাখা হয়েছিল এই ভেবে যে সে সুস্থ হয়ে যাবে। তাকে পরামর্শও দেওয়া হয়েছিল লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে ফিটনেস নিয়ে কাজ করতে। কিন্তু তার ফিটনেস পুরোপুরি না আসায় তাকে স্কোয়াড থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’

জামালের আগে গত ১৭ আগস্ট স্কোয়াড থেকে বাদ দেওয়া হয় আবরার আহমেদ ও কামরান গোলামকে। আগামী ২১ আগস্ট রাওায়ালপিন্ডিতে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টও হবে এই ভেন্যুতেই।

সারাবাংলা/এফএম

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর