Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির শ্রদ্ধা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৪ ১২:৪৩ | আপডেট: ১৯ আগস্ট ২০২৪ ১২:৪৭

ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহিদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

সোমবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৯টায় শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এরপর সকাল ১০টায় শ্রদ্ধা জানান পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম।

বিজ্ঞাপন

শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান। তিনি আহত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন। আহত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন।

এ সময় পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম, র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাইনুল হাসান, হাসপাতালের পরিচালক শেখ মো. রেজাউল হায়দারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইউজে/ইআ

আইজিপি’র শ্রদ্ধা টপ নিউজ রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধ