Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম ম্যাচেই পয়েন্ট হারালো রিয়াল

স্পোর্টস ডেস্ক
১৯ আগস্ট ২০২৪ ০৯:০৬

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল মায়োর্কার বিপক্ষে। তবে মৌসুমের শুরুটা ভালো হলো না কিলিয়ান এমবাপেদের। এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত মায়োর্কার সাথে ১-১ গোলের ড্রয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে রিয়ালকে।

ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই রিয়ালকে চাপে রেখেছিল মায়োর্কা। ৬ মিনিটের মাথায় দারুণ এক সেভে তাদের এগিয়ে যেতে দেননি রিয়াল কিপার। তবে ১৩ মিনিটে লিড নেয় রিয়ালই। ভিনিসিয়াস জুনিয়রের দারুণ এক পাসে বল পেয়ে গোল করতে ভুল করেননি রদ্রিগো। হাফ টাইমের আগে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল মায়োর্কা। তবে এবারও বাধা হয়ে দাঁড়ান কোর্তোয়া। এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।

বিজ্ঞাপন

বিরতির পর সমতা ফেরাতে বেশি সময় নেয়নি মায়োর্কা। ৫৩ মিনিটে রদ্রিগেজের পাসে মুরিকির হেড জালে জড়ালে আনন্দে ভাসে মায়োর্কা। ৬২ মিনিটে লিড ফিরে পেতে পারত রিয়াল, বেলিংহামের শট পোস্টে লেগে ফিরে গেলে তা হয়নি। ৯০ মিনিটে অবিশ্বাস্য এক জয় পেতে পারত মায়োর্কা, তবে গোলের সুযোগ নষ্ট করেন সানচেজ।

৯৭ মিনিটে মেন্ডি লাল কার্ড দেখলে রিয়াল ১০ জনের দলে পরিণত হয়। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

সারাবাংলা/এফএম

টপ নিউজ রিয়াল মাদ্রিদ লা লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর