বিএসইসির নতুন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ
১৮ আগস্ট ২০২৪ ২০:০৮ | আপডেট: ১৮ আগস্ট ২০২৪ ২২:৩৭
ঢাকা: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যাংকার খন্দকার রাশেদ মাকসুদ।
রোববার (১৮ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উপসচিব ফরিদা ইয়াসমিনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, খন্দকার রাশেদ মাকসুদকে ১৯৯৩ সালের বিএসইসি আইনের ধারা-৫ অনুযায়ী নিয়োগের তারিখ থেকে পরবর্তী চার বছর মেয়াদের জন্য বিএসইসি চেয়অরম্যান পদে নিয়োগ দেওয়া হলো।
গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পাঁচ দিন পর দায়িত্ব থেকে সরে দাঁড়ান বিএসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। ১১ আগস্ট তিনি এফআইডি সচিব মো. আবদুর রহমান খানের কাছে পদত্যাগপত্র পাঠান। ১২ আগস্ট তার পদত্যাগ গ্রহণ করা হয়। তবে আগের দিনই কমিশনার মু. মোহসীন চৌধুরীকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।
এদিকে ১৩ আগস্ট ড. এম মাসরুর রিয়াজকে চার বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এ প্রজ্ঞাপন নিয়ে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। একপর্যায়ে মাসরুর বিএসইসি চেয়ারম্যানের দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেন।
এ দিন পৃথক আরেক প্রজ্ঞাপনে বিএসইসি চেয়ারম্যান পদে মাসরুর রিয়াজকে নিয়োগ দিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ১৩ আগস্টের প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে। এর পরপরই খন্দকার রাশেদ মাকসুদকে বিএসইসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।
রাশেদ মাকসুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ফিন্যান্সে এমবিএ সম্পন্ন করেন ১৯৯২ সালে। সিটি ব্যাংক এনএ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিটি কান্ট্রি অফিসার হিসেবে দায়িত্ব পালনের পর তিনি এনআরবিসি ব্যাংক লিমিটেডের এমডি ছিলেন। সবশেষ তিনি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ছিলেন।
সারাবাংলা/জিএস/টিআর