Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে পালিয়ে যাওয়ার সময় আওয়ামী প্রজন্ম লীগের ২ নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৪ ১৮:৪২

চুয়াডাঙ্গা: দর্শনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় আওয়ামী প্রজন্ম লীগের দুই নেতাকে আটক করেছে বিজিবি। রবিবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়।

আটক দু’জন হলো রাজশাহী বাগমারা থানার খাজুরা গ্রামের মনির হকের ছেলে ফজলুল হক (৩৭) ও কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার কাজিহাটা গ্রামের আশরাফুল আহমেদের ছেলে বুলবুল আহমেদ (৪০)। এসময় তল্লাশি করে একটি ল্যাপটপ, বেশ কিছু সিল, দলীয় প্যাড ও সার্টিফিকেট উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

দর্শনা আইসিপির ইনচার্জ নায়েক সুবেদার মোস্তফা জানান, দর্শনা সীমান্তের ৭৬ নম্বর মেইল পিলারের পাশ দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাচ্ছিল এ দু’জন। এ সময় বিজিবির টহলদলের কাছে তারা ধরা পড়ে। তাদেরকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে বলেও তিনি জানান।

সারাবাংলা/এমও

আওয়ামী প্রজন্ম লীগ চুয়াডাঙ্গা ভারত

বিজ্ঞাপন

প্লেব্যাক করলেন মোশাররফ করিম
২২ জানুয়ারি ২০২৫ ১৮:০৬

আরো

সম্পর্কিত খবর