ডিজির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করতে খামারবাড়িতে বিক্ষোভ
১৮ আগস্ট ২০২৪ ১৭:৫৪ | আপডেট: ১৮ আগস্ট ২০২৪ ১৮:০০
ঢাকা: দেশের কৃষিখাতের প্রধান প্রতিষ্ঠান কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালকসহ (ডিজি) সব ঊর্ধ্বতন কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল ও পদায়ন স্থগিত করার দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী কৃষি কর্মকর্তারা।
রোববার (১৮ আগস্ট) রাজধানীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রধান কার্যালয়ে পদবঞ্চিত ও বৈষম্যবিরোধী বিসিএস কৃষি কর্মকর্তারা প্রতিষ্ঠানটির দখল নেয়। এসয় তারা বিক্ষোভ ও সমাবেশ করে। প্রতিষ্ঠানটির সব কর্মকর্তাদের বের করে দেওয়া হয়। গাড়ি ব্যবহাকারী কর্মকর্তাদেরও তাদের নিজস্ব গাড়ি বের করতে দেওয়া হয়নি।
এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ কর্মকর্তা ও কর্মচারীরা।
আন্দোলনে নেতৃত্বে দেওয়া কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ পরিচালক মোহাম্মদ রেজাউল ইসলাম মুকুল সারাবাংলাকে বলেন, ‘একটি প্রেশার তৈরি করার জন্যেই সবাইকে বের করে দিয়ে আন্দোলন করা হচ্ছে। ১০ থেকে ১২ দিন হয়ে গেলেও এখন কৃষির ডিজির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হয়নি। যারা ছাত্র আন্দোনের বিরুদ্ধে ৪ আগস্ট ক্ষমতাচুত্য আওয়ামী লীগ সরকারকে সমর্থন জানিয়ে মিছিল করেছিলো, তারা যদি এখনও উপরের চেয়ারগুলোতে থেকে যায়; তাহলে একটি ভুল বার্তা যাবে। তারা বর্তমান অন্তবর্তী সরকারকে বিপদে ফেলতে পারে। তাই আমাদের এ ধরণের বিক্ষোভ।’
এক প্রশ্নের উত্তরে কৃষির এই কর্মকর্তা বলেন, ‘এরইমধ্যে মন্ত্রণালয় থেকে আমাদের ডাকা হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে সমাধান চাই। আমরা এর আগেও বিক্ষোভ করেছি। কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হয়নি। আজকের আলোচনা সফল হলে কাল থেকে ঠিকভাবে কৃষি সম্প্রসারণ অধিদফতর চলবে।’
আন্দোলনে নেতৃত্বে থাকাদের মধ্যে অপর একজন ১৮ তম বিসিএস এর কৃষি কর্মকর্তা ড. মো. আরিফ মাহমুদ। সারাবাংলাকে তিনি বলেন, ‘ছাত্রদের আন্দোলনের পরে রক্তের উপর দিয়ে যারা শেখ হাসিনা সরকারের উপর আস্থা রেখেছিলো, গেল ৪ আগস্ট যারা খামারবাড়িতে মিছিলে অংশ নিয়েছে, তাদের চিহ্নিত করে বাদ দিতে হবে। আমরা কৃষি সচিবের পদত্যাগ দাবি করেছিলাম, তাকে বাদ দিয়ে এরইমধ্যে নতুন কৃষি সচিব নিয়োগ দেওয়া হয়েছে। তবে এখনও কৃষি সম্প্রসারণ অধিদফতরের ডিজি হিসাবে রয়ে গেছেন বাদল চন্দ্র বিশ্বাস। তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়নি। আমরা সব চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল চাই। এছাড়া এখানে যে দুর্নীতি হয়েছে তার তদন্ত করতে হবে।’
রোববার দুপুরে সরেজমিনে দেখা গেছে, প্রতিষ্ঠানের ভেতরে নিরবতা বিরাজ করছে। দুপুর দেড়টার মধ্যে সব কর্মকর্তা-কর্মচারীদের বের করে দেওয়া হয়েছে। ভেতরে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। আড়াইটার দিকে দেখা গেছে, মহাপরিচালের কার্যালয়ের পাশের সভাকক্ষে মতবিনিময় করছেন বিক্ষুব্ধ ও পদবঞ্চিত কর্মকর্তারা। আর মূল গেটে অবস্থান নিয়েছেন কর্মচারী পর্যায়ের কয়েকজন কৃষি কর্মকর্তা। ভেতরে তেমন কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আর ভেতরে থাকা কোনো গাড়ি বের করতে দেওয়া হচ্ছে না।
সারাবাংলা/ইএইচটি/এমও
খামারবাড়ি চুক্তিভিত্তিক নিয়োগ টপ নিউজ বিক্ষোভ বৈষম্যবিরোধী কৃষি কর্মকর্তা