Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শার্শায় আফিল জুট উইভিং মিলে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা

লোকাল করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৪ ১৫:৪৭

বেনাপোল: যশোরের শার্শায় আফিল জুট উইভিং মিলে ব্যাপক ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় মিলের বিভিন্ন স্থাপনা ভাঙচুরসহ মসজিদের আসবাবপত্র ও গ্লাস ভাঙচুর করা হয়। রোববার (১৮ আগস্ট) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আফিল জুট উইভিং মিলের প্রশাসনিক কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন, ‘আফিল জুট উইভিং মিলে নারী-পুরুষ মিলে ৫ হাজার কর্মচারী কর্মরত আছি। এই মিলে শার্শা উপজেলার বিভিন্ন এলাকার নারী পুরুষরা কর্ম করে চলে। আজ রোববার সকাল ৯টার দিকে ১০০ থেকে দেড়শ দুর্বৃত্তদের একটি দল মিলগেটে এসে হামলা চালায়। মিল গেটের দরজা বন্ধ থাকায় দুর্বৃত্তরা গেট টপকে ভিতরে প্রবেশ করে। প্রথমে তারা মসজিদের গ্লাস ভাঙচুর করে এবং গেটের পাশের রুমের গ্লাস ভাঙচুর করে। তারপর আমাদের মালিকের চেম্বার ভাঙচুর করে। এভাবে তারা একের পর এক বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। মিল ভাঙচুর করায় কর্তৃপক্ষের নির্দেশে মিল বন্ধ করা হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমরা ৫ হাজার কর্মচারী এই মিলের কাজের উপরেই নির্ভরশীল। এখন আমরা কিভাবে আমাদের সংসার চালাবো আমরা নিজেরাই বুঝতে পারছি না। মিল চালু না হলে পরিবার-পরিজন নিয়ে আমাদেরকে রাস্তায় নামতে হবে।‘

২০০৯ সালে এই আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগের নেতা শেখ আফিল উদ্দিন আফিল জুট উইভিং নামে এই মিল প্রতিষ্ঠা করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ‍(ওসি) মনিরুজ্জামান জানান, সকাল ৯টার দিকে দুর্বৃত্তদের একটি দল আফিল উইভিং জুট মিলে হামলা চালিয়েছে। এসময় মিলের ভিতরে মসজিদ এবং বিভিন্ন স্থাপনার গ্লাসগুলো ভাঙচুর করে। আমরা জানতে পেরে ফোর্স নিয়ে সেখানে উপস্থিত হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

আফিল জুট উইভিং মিল ভাঙচুর

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর