বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ
সারাবাংলা ডেস্ক
১৭ আগস্ট ২০২৪ ২৩:৫১ | আপডেট: ১৭ আগস্ট ২০২৪ ২৩:৫২
১৭ আগস্ট ২০২৪ ২৩:৫১ | আপডেট: ১৭ আগস্ট ২০২৪ ২৩:৫২
ঢাকা: বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক ও সাহিত্যিক মাহবুব মোর্শেদ।
শনিবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদের সই করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মাহবুব মোর্শেদকে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ দেওয়া হলো।
এর আগে, ভিন্ন এক প্রজ্ঞাপনে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে আবুল কালাম আজাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।
উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষপদে রদবদল হচ্ছে। তারই অংশ হিসেবে এবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের শীর্ষ পদেও পরিবর্তন এলো।
সারাবাংলা/পিটিএম