‘সেনাপ্রধানকে এসএমএস পাঠিয়েছিলাম বিপ্লবে যোগ দিতে’
১৭ আগস্ট ২০২৪ ২২:১১ | আপডেট: ১৭ আগস্ট ২০২৪ ২৩:০৬
ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ২ আগস্ট বর্তমান সেনাবাহিনীর প্রধানকে এসএমএস পাঠিয়েছিলাম জনগণের সঙ্গে থাকতে এবং বিপ্লবে যোগ দিতে।
তিনি বলেন, ‘১৯৭১ সালের মার্চ মাসে আমরা বিদ্রোহী সৈনিকেরা বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠা করেছিলাম। এই সেনাবাহিনী সংগ্রামী জনগণের সঙ্গে ছিল। আমিসহ আরও ২৪ জন তরুণ কর্মকর্ত ক্যাপ্টেন ছিলাম, জিয়াউর রহমানসহ তিনজন মেজর, আমরা গুটিকতক ক্যাপ্টেন, একজন লেফটেন্টেসহ এই সেনাবাহিনী গড়ে তুলেছি। আমাদের সেনাবাহিনীর ফাউন্ডিং ফাদার মনে করা হয়। আজ সেই সেনাবাহিনী শেখ হাসিনাকে সরানোর ব্যাপারে সঠিক ভূমিকা রেখেছে। সেজন্য আমি তাদের অভিবাদন জানাই।’
শনিবার (১৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হাফিজ উদ্দিন আহমেদ এসব কথা বলেন।
তিনি বলেন, ‘অন্তবর্তীকালীন সরকারে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে গতকাল শপথ নিয়েছেন লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর। তার নেতৃত্বে একটা ইনকোয়ারি হয়েছিল বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে। তিনি সঠিকভাবে কারণ এবং সমাধান বর্ণনা করেছেন। কিন্তু এই রিপোর্ট আলোর মুখ দেখেনি। আমরা চাই, তার নেতৃত্বে প্রতিষ্ঠিত যে সত্য অনুসন্ধান রিপোর্ট তা জনসমক্ষে প্রকাশ করা হোক।’
হাফিজ বলেন, ‘বিডিআর-এ মেধাবী চৌকষ সেনা অফিসারদের পোস্টিং দেওয়া হয়েছিল। এদের প্রতিবেশি রাষ্ট্রের ষড়যন্ত্রের কারণে নির্মভাবে হত্যা করা হয়েছে। আমরা দেখছি এই হত্যাকাণ্ডের যে বিচার হচ্ছে দীর্ঘসূত্রিতা, ভেরি স্লো। এভাবে কেয়ামত পর্যন্ত এর বিচার শেষ হবে না। অতি দ্রুত স্পেশাল ট্রাইব্যুনাল করে যাদের যাদের ফাঁসির আদেশ হয়েছে প্রত্যেককে ঝুলিয়ে দেন। তাহলে নিহতদের আত্মা শান্তি পাবে।’
তিনি বলেন, ‘ভারতকে বলতে চাই, আপনারা আমাদের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছেন, সেজন্য আমরা অনেক কৃতজ্ঞ। লড়াই করেছেন, আমাদের পাশাপাশি যুদ্ধে করেছেন। কিন্তু এদেশের প্রভু হওয়ার চেষ্টা করবেন না, জনগণের বিপক্ষ হওয়ার চেষ্টা করবেন না। বিএনপি ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক থাকবে। কিন্তু কোনো রকমভাবে আমাদের দেশকে, সাধারণ মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করবেন না।’
ভারতের উদ্দেশে হাফিজ বলেন, ‘সার্কের প্রত্যেকটা দেশ আপনাদের বিরুদ্ধে কেন? ছোট ছোট দেশ, ওয়াট ইজ মালদ্বীপ, ওয়াট ইজ শ্রীলংকা। আমরা ১৮ কোটি মানুষের দেশ। আমরা চাই, বন্ধুত্ব হবে জনগণের সাথে। সুতরাং বন্ধুত্বের দাবি নিয়ে বলছি, বাংলাদেশকে বিনষ্ট করার চেষ্টা করবেন না। যদি বন্ধুত্ব করতে চান, তাকে (শেখ হাসিনা) বাংলাদেশে ফেরত পাঠান।’
তিনি বলেন, ‘নির্বাচন কমিশন একটা নিকৃষ্টতম প্রতিষ্ঠান। ভোট ডাকাতি করে এতদিন আওয়ামী লীগকে বহাল রেখেছে তারা। এই কমিশন বলেছিল, আওয়ামী লীগ আসলে ভোটাররা আসবে। ইলেকশনের দিন প্রধান নির্বাচন কমিশনার ঘুমান, এক ঘুমে ২৪% ভোট ৫৫% হয়ে গেছে দুপুরেই। কি ধরনের ইলেশন কমিশন এরা, এখনো তারা কি করে থাকে?’
মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, ফজলুর রহমান, জয়নুল আবদিন ফারুক প্রমুখ।
সারাবাংলা/এজেড/পিটিএম