Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় স্মৃতিসৌধে নতুন ৪ উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

সারাবাংলা ডেস্ক
১৭ আগস্ট ২০২৪ ২০:১৪ | আপডেট: ১৭ আগস্ট ২০২৪ ২২:৩৮

ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নতুন চার উপদেষ্টা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

শনিবার (১৭ আগস্ট) বিকেলে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে তারা বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।

নতুন চার উপদেষ্টা হলেন- স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ, প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদার এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

পরে নবনিযুক্ত চার উপদেষ্টা সাভার স্মৃতিসৌধ কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইয়ে সই করেন এবং স্মৃতিসৌধ চত্বরে বৃক্ষরোপণে অংশ নেন।

এর আগে, গতকাল (১৬ আগস্ট) বিকেলে বঙ্গভবনে নতুন চার উপদেষ্টা শপথ গ্রহণ করেন এবং পরে তাদের দফতর বণ্টন করা হয়।

সারাবাংলা/পিটিএম

জাতীয় স্মৃতিসৌধ নতুন চার উপদেষ্টা শ্রদ্ধা নিবেদন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর